ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ২০ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’র আত্মপ্রকাশ : ছাত্রলীগের হামলা মুক্তি পেল বিশ্ববিদ্যালয় জীবন নিয়ে নির্মিত সিরিজ ‘ক্যাম্পাস রিটার্নস’ সারাদেশে ভূমিকম্প, উৎপত্তিস্থল ভারতের মেঘালয় ঢাবিতে শুরু হচ্ছে ১৭তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব-২০২৩ ঢাবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ৯৯ শিক্ষার্থীকে শাস্তি ঢাবিতে যৌন হয়রানি মারধর ও গবেষণাপত্রে চুরির দায়ে শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা খালেদা জিয়ার কিছু হলে দায় বিএনপির শীর্ষ নেতাদের: হানিফ চবিতে সাংবাদিকদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির চায় ডুজা লালবাগে ভবনের আগুন নিয়ন্ত্রণে লালবাগে মদিনা মিষ্টান্ন ভান্ডারে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

জুলাই থেকে ‘টিচিং ইভ্যালুয়েশন’ সিস্টেম চালুর সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের

জাননাহ, ঢাবি প্রতিনিধি
  • Update Time : ০৮:৪৫:৪১ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩
  • / ১১২৭ Time View

আগামী জুলাই থেকে শিক্ষক মূল্যায়ন কার্যক্রম বা ‘টিচিং ইভ্যালুয়েশন’ সিস্টেম চালুর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

এ ব্যবস্থা কার্যকর হলে অনলাইনে নির্ধারিত ফরমে পাঁচটি সূচক ও সংশ্লিষ্ট উপসূচকের আলোকে সম্মানিত শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

জানা গেছে, বিশেষ সেমিনার ও ওয়ার্কশপের মাধ্যমে টিচিং ইভ্যালুয়েশনের প্যারামিটার সম্পর্কে শিক্ষক-শিক্ষার্থীদের ধারণা দেয়ার জন্য ইতোমধ্যেই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ১ নভেম্বর নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় এই কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেয়া হয়।

শিক্ষার সামগ্রিক গুণগতমান উন্নয়ন ও শিক্ষকদের পেশাগত দক্ষতা অর্জনে টিচিং ইভ্যালুয়েশন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অভিমত দিয়েছেন বিশিষ্ট জনরা।

সংশ্লিষ্ট ব্যাক্তিদের অভিমত, ‘টিচিং ইভ্যালুয়েশন’ সিস্টেমের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ইন্টারঅ্যাকশন বাড়বে এবং শিক্ষকদের রেসপন্সিবিলিটি অ্যান্ড অ্যাকাউন্টিবিলিটি বাড়বে।

পাশাপাশি এ ব্যবস্থা চালু হলে কোন শিক্ষক কেমন পড়ান, তাঁর কোর্সের বিষয়বস্তু কেমন, তিনি সময়মতো ক্লাসে যাচ্ছেন কি-না, কোর্স ম্যাটারিয়ালস সরবরাহ করছে কিনা, মিডটার্ম, এসাইনমেন্ট ঠিকমতো নিচ্ছেন কিনা এবং সেগুলো ঠিকমতো মূল্যায়ন হচ্ছে কিনা- এ সকল বিষয়ে শিক্ষার্থীদের মতামত দেওয়ার সুযোগ তৈরি হবে।

এভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার সামগ্রিক গুণগত মানোন্নয়ন ও শিক্ষকদের পেশাগত দক্ষতা অর্জনে টিচিং ইভ্যালুয়েশন সিস্টেম কার্যকরী ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে ।

এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বলেন, ‘টিচিং ইভ্যালুয়েশন’ প্রোগ্রামের মূল লক্ষ্য শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে সচেতনতা তৈরী, যোগ্যতা বৃদ্ধি, শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, শিক্ষকের দায়িত্ববোধ ও জবাবদিহিতা নিশ্চিত করা।

এ বছরের জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ কার্যক্রম শুরু করা হবে বলেও নিশ্চিত করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

জুলাই থেকে ‘টিচিং ইভ্যালুয়েশন’ সিস্টেম চালুর সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের

Update Time : ০৮:৪৫:৪১ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩

আগামী জুলাই থেকে শিক্ষক মূল্যায়ন কার্যক্রম বা ‘টিচিং ইভ্যালুয়েশন’ সিস্টেম চালুর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

এ ব্যবস্থা কার্যকর হলে অনলাইনে নির্ধারিত ফরমে পাঁচটি সূচক ও সংশ্লিষ্ট উপসূচকের আলোকে সম্মানিত শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

জানা গেছে, বিশেষ সেমিনার ও ওয়ার্কশপের মাধ্যমে টিচিং ইভ্যালুয়েশনের প্যারামিটার সম্পর্কে শিক্ষক-শিক্ষার্থীদের ধারণা দেয়ার জন্য ইতোমধ্যেই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ১ নভেম্বর নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় এই কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেয়া হয়।

শিক্ষার সামগ্রিক গুণগতমান উন্নয়ন ও শিক্ষকদের পেশাগত দক্ষতা অর্জনে টিচিং ইভ্যালুয়েশন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অভিমত দিয়েছেন বিশিষ্ট জনরা।

সংশ্লিষ্ট ব্যাক্তিদের অভিমত, ‘টিচিং ইভ্যালুয়েশন’ সিস্টেমের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ইন্টারঅ্যাকশন বাড়বে এবং শিক্ষকদের রেসপন্সিবিলিটি অ্যান্ড অ্যাকাউন্টিবিলিটি বাড়বে।

পাশাপাশি এ ব্যবস্থা চালু হলে কোন শিক্ষক কেমন পড়ান, তাঁর কোর্সের বিষয়বস্তু কেমন, তিনি সময়মতো ক্লাসে যাচ্ছেন কি-না, কোর্স ম্যাটারিয়ালস সরবরাহ করছে কিনা, মিডটার্ম, এসাইনমেন্ট ঠিকমতো নিচ্ছেন কিনা এবং সেগুলো ঠিকমতো মূল্যায়ন হচ্ছে কিনা- এ সকল বিষয়ে শিক্ষার্থীদের মতামত দেওয়ার সুযোগ তৈরি হবে।

এভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার সামগ্রিক গুণগত মানোন্নয়ন ও শিক্ষকদের পেশাগত দক্ষতা অর্জনে টিচিং ইভ্যালুয়েশন সিস্টেম কার্যকরী ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে ।

এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বলেন, ‘টিচিং ইভ্যালুয়েশন’ প্রোগ্রামের মূল লক্ষ্য শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে সচেতনতা তৈরী, যোগ্যতা বৃদ্ধি, শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, শিক্ষকের দায়িত্ববোধ ও জবাবদিহিতা নিশ্চিত করা।

এ বছরের জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ কার্যক্রম শুরু করা হবে বলেও নিশ্চিত করেছেন তিনি।