জুয়ার টাকা জোগাড় করতে গিয়ে গৃহকর্মীকে খুন করল শিক্ষার্থী
- Update Time : ০৬:৫৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
- / ২৬ Time View
জুয়ার টাকা জোগাড় করতে গিয়ে গৃহকর্মীকে খুন করেন আবির আল রাফি নামের এক শিক্ষার্থী। রাফি নোয়াখালীর সদর থানার চরমটুয়া গ্রামের মেজবাহ উদ্দিনের ছেলে। সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান পিবিআই ফেনীর পুলিশ সুপার জয়িতা শিল্পি।
বুধবার (৮ জানুয়ারি) দুপুরে ফেনীর পিবিআই কার্যালয়ে ক্লু-লেস হত্যা মামলায় রহস্য উদঘাটন নিয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরও জানান, ২৬ ডিসেম্বর ফেনী পৌরসভার ফলেশ্বর এলাকার সাবেক কমিশনার ফারুকের বাড়িতে গৃহকর্মী মাসুদাকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায় একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আবির আল রাফি। হত্যাকাণ্ডের পর নিজের পরিহিত রক্তমাখা জামা ড্রেনে রেখে চট্টগ্রামে আত্মগোপনে চলে যান রাফি।
প্রযুক্তির সহায়তায় চট্টগ্রামের হাটহাজারী থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি জানান, বেশ কিছুদিন ধরে অনলাইনে জুয়াখেলে লোকসানে পড়েন। সে টাকা জোগাড় করতে ল্যাপটপের কথা বলে বাবার কাছ থেকে টাকা আনেন। সে টাকা জুয়া খেলে উড়িয়ে দেন। পরবর্তীতে টাকা জোগাড়ে চুরি ছিনতাইয়ে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ফারুক কমিশনারের বাড়িতে চুরি করতে যান রাফি। এসময় গৃহকর্মী দেখে ফেলায় তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান রাফি।
এই ঘটনায় ফেনী মডেল থানায় মামলা হয়। পিবিআই ছায়াতদন্ত করে ঘটনার রহস্য উদঘাটন করে। এরপর আসামীকে গ্রেফতার করা হয়।