জুতার পাইকারি মার্কেটে নকল পণ্যের বিরুদ্ধে অভিযান
- Update Time : ০৪:২৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
- / ৫৭৬ Time View
বন্দরনগরী চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় রিয়াজউদ্দিন বাজারে সম্প্রতি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিশেষ অভিযান পরিচালনা করেন।
এ সময় নুপুর মার্কেটে এপেক্স ব্র্যান্ডের লোগো নকল করে বিভিন্ন নামে স্যান্ডেল তৈরি এবং বিক্রয় করতে দেখা যায়। এসব নকল পণ্য বিক্রয়ের জন্য একটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, উক্ত প্রতিষ্ঠানে অবৈধভাবে দেশের নামীদামী ব্র্যান্ডের জুতা নকল করে এডেক্স, এপক্স, এপোএক্স ইত্যাদি নামক জুতা উৎপাদন এবং বিক্রি করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান এবং রানা দেবনাথ জানান, নামি ব্র্যান্ডের লোগো হুবহু নকল করে অনুমোদনহীন এসব পণ্য বাজারজাত করায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি এ ধরনের নকল পণ্যের বিরুদ্ধে আরও জোরালো অভিযান চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভোক্তা অধিকারের এই কর্মকর্তারা।
































































































































































































