ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ফেসবুকে পরিচয়-প্রেম, ডেকে নিয়ে নারীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩ দুজনের সম্মতিতে শারীরিক সম্পর্ক হলে বিয়ে করা বাধ্যতামূলক নয় : রুদ্রনীল ডেঙ্গুতে এক দিনে হাসপাতালে আরো ৪৯ রোগী দুর্নীতিগ্রস্তদের ঘৃণা করতে না পারলে সংকট যাবে না : দুদক চেয়ারম্যান বিচারকদের অন্যায়-অবিচার করার কোনো সুযোগ নেইঃ আইন উপদেষ্টা বাংলাদেশের হয়ে খেলতে রাজি কিউবা মিচেল কোনোভাবেই ফ্যাসিবাদী শক্তিকে প্রবেশ করতে দেবো না: নাহিদ ইসলাম প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র খুন: আটজনকে আসামি করে মামলা ওয়ারীতে বাসা থেকে চিরকুট সহ স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার নসরুল হামিদের ফ্ল্যাট ও গাড়ি জব্দ, ৩৭ কোটি টাকা অবরুদ্ধ

জীবনে সুন্নতকে সর্বদা আঁকড়ে ধরবেন – ছারছীনা পীর

ফিরোজ ফরাজী, রাঙাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
  • Update Time : ০৭:৪৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • / ৯২ Time View

আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) বিদায় হজ্বের ভাষনে আমাদের প্রত্যেক মু‘মিনদের জন্য সর্বশেষ নসিহাত হিসেবে ঘোষনা করেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যতক্ষন তোমরা এই দুটিকে আকড়ে ধরে রাখবে ততক্ষন তোমরা কেউ পথভ্রষ্ট হবে না। আর তা হলো মহান আল্লাহ তায়ালার কিতাব অর্থাৎ কুরআন ও আমার সুন্নাহ।

রাসুল (সাঃ) এর সুন্নাহ বলতে প্রিয় নবী (সাঃ) এর আদর্শ তথা তাঁর সুমহান জীবন ব্যবস্থাকে বুঝানো হয়। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন ও আর্থিক জীবনে বিভিন্ন ধরণের সুন্নাহ রয়েছে যা সর্বদা পালন করা হয়। আমাদের প্রত্যেকের উচিত জীবন গেলেও একটি সুন্নতকেও ছাড়বো না। সর্বদাই সুন্নতকে আঁকড়ে ধরবো। সুন্নাহ বহির্ভুত ইবাদাত হলো ফলহীন গাছের মতো। যেমনিভাবে ফলহীন গাছ সৌন্দর্যহীন তেমনি সুন্নাহ বহির্ভূত জীবন ব্যবস্থা সৌন্দর্যহীন।

খানকায়ে ছালেহীয়া দীনিয়া মাদ্রাসা মাঠে ছারছীনা শরীফের মরহুম পীর ছাহেব কেবলা বাহরে শরীয়ত, মুজাদ্দিদে যামান, কুতুবুল আলম আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ) এর ঈছালে ছওয়াব মাহফিলে প্রধান অতিথির আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন।

মাহফিলে অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বিনীয়ার মুফতী মাওলানা মোঃ হায়দার হুসাইন।

পরিশেষে হযরত পীর ছাহেব কেবলা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যান ও শান্তি কামনা করে এবং বিশেষ করে এলাকার মুর্দেগানদের জন্য রূহের মাগফিরাত কামনা করে আখেরী মুনাজাত পরিচালননা করেন।

Please Share This Post in Your Social Media

জীবনে সুন্নতকে সর্বদা আঁকড়ে ধরবেন – ছারছীনা পীর

ফিরোজ ফরাজী, রাঙাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
Update Time : ০৭:৪৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫

আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) বিদায় হজ্বের ভাষনে আমাদের প্রত্যেক মু‘মিনদের জন্য সর্বশেষ নসিহাত হিসেবে ঘোষনা করেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যতক্ষন তোমরা এই দুটিকে আকড়ে ধরে রাখবে ততক্ষন তোমরা কেউ পথভ্রষ্ট হবে না। আর তা হলো মহান আল্লাহ তায়ালার কিতাব অর্থাৎ কুরআন ও আমার সুন্নাহ।

রাসুল (সাঃ) এর সুন্নাহ বলতে প্রিয় নবী (সাঃ) এর আদর্শ তথা তাঁর সুমহান জীবন ব্যবস্থাকে বুঝানো হয়। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন ও আর্থিক জীবনে বিভিন্ন ধরণের সুন্নাহ রয়েছে যা সর্বদা পালন করা হয়। আমাদের প্রত্যেকের উচিত জীবন গেলেও একটি সুন্নতকেও ছাড়বো না। সর্বদাই সুন্নতকে আঁকড়ে ধরবো। সুন্নাহ বহির্ভুত ইবাদাত হলো ফলহীন গাছের মতো। যেমনিভাবে ফলহীন গাছ সৌন্দর্যহীন তেমনি সুন্নাহ বহির্ভূত জীবন ব্যবস্থা সৌন্দর্যহীন।

খানকায়ে ছালেহীয়া দীনিয়া মাদ্রাসা মাঠে ছারছীনা শরীফের মরহুম পীর ছাহেব কেবলা বাহরে শরীয়ত, মুজাদ্দিদে যামান, কুতুবুল আলম আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ) এর ঈছালে ছওয়াব মাহফিলে প্রধান অতিথির আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন।

মাহফিলে অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বিনীয়ার মুফতী মাওলানা মোঃ হায়দার হুসাইন।

পরিশেষে হযরত পীর ছাহেব কেবলা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যান ও শান্তি কামনা করে এবং বিশেষ করে এলাকার মুর্দেগানদের জন্য রূহের মাগফিরাত কামনা করে আখেরী মুনাজাত পরিচালননা করেন।