ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ

জামিনে মুক্ত জঙ্গি সদস্যদের ওপর র‌্যাবের কঠোর নজরদারি

নওরোজ অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:০৪:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
  • / ২১ Time View

বিভিন্ন সময়ে গ্রেপ্তারকৃত জঙ্গি সদস্যদের মধ্যে যারা জামিনে মুক্তি পেয়েছেন তাদের ওপর কঠোর নজরদারি রাখছে র‌্যাব। তারা যেন ফের জঙ্গিবাদে জড়িয়ে না পড়েন, সে জন্যই এ নজরদারি বলে জানিয়েছে এই এলিট ফোর্স। একই সঙ্গে জামিনে মুক্ত হয়ে আবারও জঙ্গিবাদে জড়িয়ে পড়লে ফের তাদের গ্রেপ্তারসহ কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে র‍্যাব।

বুধবার দুপুরে র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান। এ নিয়ে প্রেস বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে।

মুনিম ফেরদৌস জানান, সম্প্রতি রাষ্ট্রবিরোধী কিছু অপশক্তি দেশে উগ্রবাদ ছড়াচ্ছে মর্মে অপপ্রচারের মাধ্যমে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করছে। এসব চক্রকে চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে র‍্যাব অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশ শান্তি ও সম্প্রীতির দেশ।

এখানে জাতি-ধর্ম-বর্ণ, দল-মত-নির্বিশেষে দেশের সব মানুষ শান্তিপূর্ণভাবে সবার উৎসব-অনুষ্ঠান পালন করে থাকে। জঙ্গিবাদ, উগ্রবাদ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী অপশক্তিকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। বরং তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে নির্দেশ দিয়েছেন র‍্যাব মহাপরিচালক।

জঙ্গি দমনে বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেল জানিয়ে তিনি বলেন, ‘র‍্যাবের আপসহীন ও জোরালো জঙ্গিবিরোধী অভিযানে বিভিন্ন জঙ্গি সংগঠনের শীর্ষ নেতাদের গ্রেপ্তার করা হয়।

প্রতিষ্ঠাকাল থেকে এ পর্যন্ত জঙ্গি সংগঠনের ৩ হাজার ১৪ জনকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। জঙ্গিবাদ দমনে ভবিষ্যতেও জিরো টলারেন্স অবস্থানে থাকবে র‍্যাব। স্বাভাবিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টাকারী অপশক্তি বা গোষ্ঠীগুলোকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে র‍্যাবের প্রতিটি সদস্য বদ্ধপরিকর।’

Please Share This Post in Your Social Media

জামিনে মুক্ত জঙ্গি সদস্যদের ওপর র‌্যাবের কঠোর নজরদারি

নওরোজ অনলাইন ডেস্ক
Update Time : ১০:০৪:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪

বিভিন্ন সময়ে গ্রেপ্তারকৃত জঙ্গি সদস্যদের মধ্যে যারা জামিনে মুক্তি পেয়েছেন তাদের ওপর কঠোর নজরদারি রাখছে র‌্যাব। তারা যেন ফের জঙ্গিবাদে জড়িয়ে না পড়েন, সে জন্যই এ নজরদারি বলে জানিয়েছে এই এলিট ফোর্স। একই সঙ্গে জামিনে মুক্ত হয়ে আবারও জঙ্গিবাদে জড়িয়ে পড়লে ফের তাদের গ্রেপ্তারসহ কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে র‍্যাব।

বুধবার দুপুরে র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান। এ নিয়ে প্রেস বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে।

মুনিম ফেরদৌস জানান, সম্প্রতি রাষ্ট্রবিরোধী কিছু অপশক্তি দেশে উগ্রবাদ ছড়াচ্ছে মর্মে অপপ্রচারের মাধ্যমে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করছে। এসব চক্রকে চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে র‍্যাব অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশ শান্তি ও সম্প্রীতির দেশ।

এখানে জাতি-ধর্ম-বর্ণ, দল-মত-নির্বিশেষে দেশের সব মানুষ শান্তিপূর্ণভাবে সবার উৎসব-অনুষ্ঠান পালন করে থাকে। জঙ্গিবাদ, উগ্রবাদ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী অপশক্তিকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। বরং তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে নির্দেশ দিয়েছেন র‍্যাব মহাপরিচালক।

জঙ্গি দমনে বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেল জানিয়ে তিনি বলেন, ‘র‍্যাবের আপসহীন ও জোরালো জঙ্গিবিরোধী অভিযানে বিভিন্ন জঙ্গি সংগঠনের শীর্ষ নেতাদের গ্রেপ্তার করা হয়।

প্রতিষ্ঠাকাল থেকে এ পর্যন্ত জঙ্গি সংগঠনের ৩ হাজার ১৪ জনকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। জঙ্গিবাদ দমনে ভবিষ্যতেও জিরো টলারেন্স অবস্থানে থাকবে র‍্যাব। স্বাভাবিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টাকারী অপশক্তি বা গোষ্ঠীগুলোকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে র‍্যাবের প্রতিটি সদস্য বদ্ধপরিকর।’