ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

জামালপুরে সহকর্মীর ছুরিকাঘাতে রং মিস্ত্রি নিহত

Reporter Name
  • Update Time : ০৫:২৮:১০ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩
  • / ৭৯ Time View

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম, জামালপুর: জামালপুরে সহকর্মীর ছুরির আঘাতে হাবিল মিয়া নামে এক রং মিস্ত্রি নিহত হয়েছে।

এ ঘটনায় নিহতের সহকর্মী চাঁন মিয়াকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ মে) রাতে শহরের মুকন্দবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাবিল মিয়ার বাড়ি জামালপুর শহরের উত্তর কাচারীপাড়া এলাকায়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, ‘মঙ্গলবার রাত ৮টার দিকে শহরের মুকন্দবাড়িতে ভাড়াবাসায় মাদক সেবন করছিলেন রংমিস্ত্রি হাবিল ও চাঁন মিয়া। মাদক সেবনের একপর্যায়ে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এরপর ক্ষিপ্ত হয়ে বাড়িতে থাকা ধারালো ছুরি দিয়ে হাবিলকে আঘাত করেন চাঁন মিয়া।

পরে হাবিলের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসেন এবং পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাবিলকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

পুলিশ কর্মকর্তা শাহনেওয়াজ আরও বলেন, ‘পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে চাঁন মিয়াকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে।’

Tag :

Please Share This Post in Your Social Media

জামালপুরে সহকর্মীর ছুরিকাঘাতে রং মিস্ত্রি নিহত

Reporter Name
Update Time : ০৫:২৮:১০ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম, জামালপুর: জামালপুরে সহকর্মীর ছুরির আঘাতে হাবিল মিয়া নামে এক রং মিস্ত্রি নিহত হয়েছে।

এ ঘটনায় নিহতের সহকর্মী চাঁন মিয়াকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ মে) রাতে শহরের মুকন্দবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাবিল মিয়ার বাড়ি জামালপুর শহরের উত্তর কাচারীপাড়া এলাকায়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, ‘মঙ্গলবার রাত ৮টার দিকে শহরের মুকন্দবাড়িতে ভাড়াবাসায় মাদক সেবন করছিলেন রংমিস্ত্রি হাবিল ও চাঁন মিয়া। মাদক সেবনের একপর্যায়ে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এরপর ক্ষিপ্ত হয়ে বাড়িতে থাকা ধারালো ছুরি দিয়ে হাবিলকে আঘাত করেন চাঁন মিয়া।

পরে হাবিলের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসেন এবং পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাবিলকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

পুলিশ কর্মকর্তা শাহনেওয়াজ আরও বলেন, ‘পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে চাঁন মিয়াকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে।’