ব্রেকিং নিউজঃ
জামালপুরে করোনায় এক চিকিৎসক আক্রান্ত

জামালপুর প্রতিনিধি
- Update Time : ১২:৪৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
- / ২৮৭ Time View
জামালপুরে করোনায় এক চিকিৎসক আক্রান্ত হয়েছেন। আজ বুধবার সকালে জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান বিষয়টি নিশ্চিত করেন।
করোনায় আক্রান্ত ওই চিকিৎসকের নাম আবু হাসনাত মোস্তাফা জামান। তিনি জামালপুর মেডিকেল কলেজের অর্থো সার্জারি বিভাগের সরকারী অধ্যাপক পদে কর্মরত রয়েছেন।
সহকারী পরিচালক ডা: মাহফুজুর রহমান জানান,এবার জামালপুর জেলায় চিকিৎসক আবু হাসনাত মোস্তাফা জামান করোনা আক্রান্ত প্রথম রোগী এবং তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।
এদিকে, জামালপুরের করোনা পরিস্থিতি অব্যাহতভাবে উদ্বেগজনক থাকায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সকলকে সতর্কতা ও স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানানো হয়েছে।