জামায়াতের সঙ্গে জোটে যাওয়ার কারণ জানালেন নাহিদ
- Update Time : ১২:২০:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
- / ২২ Time View
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচন সুষ্ঠু করতে ও বৃহত্তর ঐক্যের স্বার্থে জামায়াতসহ সমমনা আট দলের সঙ্গে নির্বাচনে অংশ নেব বলে সিদ্ধান্ত নিয়েছি। আমরা সবাই গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে কাজ করব। কে কোন আসন থেকে নির্বাচন করব তা আগামীকাল (সোমবার) আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
রোববার (২৮ ডিসেম্বর) রাত ৮টায় রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন এ কথা জানান তিনি।
নাহিদ ইসলাম বলেন, জোটের বাইরে আমাদের আলাদা কোনো প্রার্থী থাকবে না। ওই সব আসনে আমরা জোটের পক্ষে কাজ করব।
তিনি বলেন, শরিফ ওসমান হাদির শাহাদাতবরণ এবং তাকে প্রকাশ্যে গুলি করার মাধ্যমে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট অনেক বেশি পরিবর্তন হয়েছে। এই হত্যাকাণ্ড ও শাহাদাতবরণের মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি, বাংলাদেশে আধিপত্যবাদি আগ্রাসী শক্তি এখনো কার্যকর রয়েছে। গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা যাদের পরাজিত করেছিলাম, তারা এখনো চক্রান্ত করছে নির্বাচন বানচালের জন্য, তারা চক্রান্ত করছে সংস্কার এবং নতুন বাংলাদশের অগ্রযাত্রা ব্যাহত করার জন্য। তারা চক্রান্ত করছে জুলাই প্রজন্মকে নিঃশেষ করার জন্য।
এনসিপির আহ্বায়ক বলেন, সব কিছু বিবেচনায় ও পরিবর্তিত প্রেক্ষাপটে আমাদের মনে হয়েছে, আমরা দলীয় ফোরামে আলোচনা করেছি, আমাদের এই মুহূর্তে বৃহত্তর ঐক্যের প্রয়োজন। সেই তাগিদ থেকেই আমরা জামায়াতে ইসলামী ও তাদের সমমনা আট দলের সঙ্গে কথা বলেছি। গণঅভ্যুত্থান পরবর্তী আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য বৃহত্তর ঐক্যের স্বার্থে জামায়াত ইসলামীর সঙ্গে জোট করেছি।
তিনি আরও বলেন, আমরা সোমবার প্রার্থীদের নাম প্রকাশ করব। আগামীকালই আমরা মনোনয়নপত্র জমা দেব।
জামায়াত ইসলামীর যে ঐতিহাসিক দায় আছে সেই দায় এনসিপি নিচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, আমরা শুধু নির্বাচন বৈতরণী পার করার জন্য এ জোট গঠন করেছি। তবে আমরা আমাদের উদ্দেশ্য অনুসারেই কাজ করব।
নাহিদ ইসলাম বলেন, আমরা আনুষ্ঠানিকভাবে জোটে যাওয়ার ঘোষণা দিচ্ছি। ঘোষণাটি আপনারা এর মধ্যে সমমনা ৮ দলের প্রেস ব্রিফিং থেকে জেনেছেন।
এদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট রাজনৈতিক দলের জোটে এনসিপি ছাড়াও যুক্ত হয়েছে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টায় জাতীয় প্রেসক্লাবে আট দলীয় জোটের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
ডা. শফিকুর রহমান বলেন, এতদিন ধরে আটটি দল আমরা একসঙ্গে কাজ করে আসছিলাম। এখন আমাদের সঙ্গে আরও দুটি দল সংযুক্ত হয়েছে—এলডিপি এবং এনসিপি। এনসিপির নেতারা ব্যস্ততার কারণে এখানে আসতে পারেনি। তবে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ফোনে আমাদের সবাইকে জোটে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা শিগগিরই প্রেস কনফারেন্স করে বিষয়টি জানাবেন।
তিনি বলেন, সবার ভোটের জন্য আমাদের লড়াই হবে ইস্পাত কঠিন। এই ঐক্য জাতীয় ঐক্য হবে। আপনাদের সঙ্গে মিলেমিশে, এই প্রজন্মের সঙ্গে মিলেমিশে আমরা একটা সুষ্ঠু নির্বাচন আদায় করতে চাই।
তিনি আরও বলেন, আমাদের জোট দেশ গঠনের জোট। রাজনৈতিক জোট। নির্বাচনের জোট। আমরা জাতীয় ইস্যুতে প্রয়োজন অনুযায়ী একসঙ্গে সবাই লড়াই করব। দলীয় কর্মসূচি সবাই নিজেদের মতো পালন করবে।

























































































































































































