ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
জাকসু নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার পরামর্শ চাইলেন জাবি উপাচার্য পরিবেশ ও মানবাধিকার সুরক্ষায় তরুণদের আরেকটি যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে ডিএমপির ডিসেম্বর-২০২৪ মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন এএসআই পলাশ কুবির ডেপুটি রেজিস্ট্রার জাকির হোসেনকে পুলিশে সোপর্দ কুবিতে তিন দপ্তরে ‘বিশৃঙ্খলার’ অভিযোগ গনিত বিভাগের শিক্ষার্থীদের সচিবালয়ের সামনে অনশনে জবি শিক্ষার্থীরা মালয়েশিয়ায় শ্রমিকদের জন্য একাধিক প্রবেশাধিকার ভিসা চায় বাংলাদেশ টিউলিপের সম্পত্তি নিয়ে তদন্ত হওয়া উচিত : ড. ইউনূস লস অ্যাঞ্জেলেসের দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ২৪, আরও ভয়াবহ হওয়ার শঙ্কা প্লট জালিয়াতির ৩ মামলায় প্রধান আসামি রেহানা-ববি-আজমিনা, সহযোগী হাসিনা-টিউলিপ

জাবিতে লাল-সবুজ উন্নয়ন সংঘের শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ

জাবি প্রতিনিধি
  • Update Time : ০৯:১০:৪৭ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
  • / ১৪ Time View

লাল-সবুজ উন্নয়ন সংঘ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) টিমের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশু ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (৮ই জানুয়ারি) দুপুর ১২টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ছাদে সুবিধাবঞ্চিত শিশু ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। উক্ত কল্যাণমূলক কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, প্রক্টর অধ্যাপক ড. রাশিদুল আলমসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

এসময় লাল-সবুজ উন্নয়ন সংঘের ঢাকা জেলার সভাপতি বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী জিয়াউদ্দিন আয়ান বলেন, “আমরা সুবিধাবঞ্চিত মানুষের পাশে আছি এই আশ্বাস দেওয়ার লক্ষ্যে ক্ষুদ্র প্রয়াস হিসেবে কম্বল বিতরণ কর্মসূচি গ্রহণ করেছি। আমরা শুধু শীতবস্ত্র বিতরণই নয়, বাল্যবিবাহ প্রতিরোধ, ইভটিজিং রুখে দেওয়া ও নানা সামাজিক কল্যাণমূলক কাজ করে যাচ্ছি। আগামীতেও আমাদের এই কল্যাণমূলক কাজ চলমান থাকবে। ”

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ বলেন, “এই তীব্র শীতে এমন মহতী উদ্যোগ গ্রহণ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং সময়োপযোগী। এমন আয়োজন সুবিধাবঞ্চিত শিশু ও অসহায় শীতার্ত মানুষদের পাশে দাঁড়াতে বিত্তবানদেরকে অনুপ্রাণিত করবে। আশা করি লাল-সবুজ উন্নয়ন সংঘের কাজগুলো দেশব্যাপী দ্রুতই ছড়িয়ে পড়বে।”

উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহফুজুর রহমান বলেন, “সমাজে আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে না পারার কারণে মানুষের মধ্যে সামাজিক ও অর্থনৈতিক বিভক্তি তৈরি হয়েছে। লাল-সবুজ উন্নয়ন সংঘ সেই বিভক্তি দূর করতে নানা ধরনের সামাজিক ও উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে এটা খুবই প্রশংসনীয়। সুবিধাবঞ্চিত শিশু ও অসহায় মানুষের কোনো সাহায্যের প্রয়োজন হলে আমি ব্যক্তিগতভাবে সাধ্যানুযায়ী সহযোগিতা করব।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, “লাল-সবুজ উন্নয়ন সংঘ আমাদেরকে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোকে স্মরণ করিয়ে দিচ্ছে। আমাদের প্রত্যেকের উচিত সাধ্যানুযায়ী আমাদের চারপাশের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। আমরা হয়তো সবাইকে সাহায্য করতে পারব না কিন্তু যাদেরকে পারব তাদের জীবনটা পরিবর্তন হয়ে যাবে‌”

Please Share This Post in Your Social Media

জাবিতে লাল-সবুজ উন্নয়ন সংঘের শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ

জাবি প্রতিনিধি
Update Time : ০৯:১০:৪৭ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

লাল-সবুজ উন্নয়ন সংঘ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) টিমের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশু ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (৮ই জানুয়ারি) দুপুর ১২টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ছাদে সুবিধাবঞ্চিত শিশু ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। উক্ত কল্যাণমূলক কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, প্রক্টর অধ্যাপক ড. রাশিদুল আলমসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

এসময় লাল-সবুজ উন্নয়ন সংঘের ঢাকা জেলার সভাপতি বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী জিয়াউদ্দিন আয়ান বলেন, “আমরা সুবিধাবঞ্চিত মানুষের পাশে আছি এই আশ্বাস দেওয়ার লক্ষ্যে ক্ষুদ্র প্রয়াস হিসেবে কম্বল বিতরণ কর্মসূচি গ্রহণ করেছি। আমরা শুধু শীতবস্ত্র বিতরণই নয়, বাল্যবিবাহ প্রতিরোধ, ইভটিজিং রুখে দেওয়া ও নানা সামাজিক কল্যাণমূলক কাজ করে যাচ্ছি। আগামীতেও আমাদের এই কল্যাণমূলক কাজ চলমান থাকবে। ”

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ বলেন, “এই তীব্র শীতে এমন মহতী উদ্যোগ গ্রহণ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং সময়োপযোগী। এমন আয়োজন সুবিধাবঞ্চিত শিশু ও অসহায় শীতার্ত মানুষদের পাশে দাঁড়াতে বিত্তবানদেরকে অনুপ্রাণিত করবে। আশা করি লাল-সবুজ উন্নয়ন সংঘের কাজগুলো দেশব্যাপী দ্রুতই ছড়িয়ে পড়বে।”

উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহফুজুর রহমান বলেন, “সমাজে আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে না পারার কারণে মানুষের মধ্যে সামাজিক ও অর্থনৈতিক বিভক্তি তৈরি হয়েছে। লাল-সবুজ উন্নয়ন সংঘ সেই বিভক্তি দূর করতে নানা ধরনের সামাজিক ও উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে এটা খুবই প্রশংসনীয়। সুবিধাবঞ্চিত শিশু ও অসহায় মানুষের কোনো সাহায্যের প্রয়োজন হলে আমি ব্যক্তিগতভাবে সাধ্যানুযায়ী সহযোগিতা করব।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, “লাল-সবুজ উন্নয়ন সংঘ আমাদেরকে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোকে স্মরণ করিয়ে দিচ্ছে। আমাদের প্রত্যেকের উচিত সাধ্যানুযায়ী আমাদের চারপাশের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। আমরা হয়তো সবাইকে সাহায্য করতে পারব না কিন্তু যাদেরকে পারব তাদের জীবনটা পরিবর্তন হয়ে যাবে‌”