ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
টঙ্গীতে দুই শিশুকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার মা আমরা ধর্ম চর্চা করবো, কারো প্রতি বিদ্ধেষ করবোনা: ধর্ম উপদেষ্টা টঙ্গীতে ফ্ল্যাটে ঢুকে দুই শিশুকে কুপিয়ে হত্যা আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রত্যাশা: ড. খলিলুর রহমান ৫ মাসেও সন্ধান মিলেনি উখিয়ায় অপহ্নত ৪ জেলের : পরিবারে চলছে শোকের মাতম আগামীকালের ভর্তি পরীক্ষা নিতে প্রস্তুত কুমিল্লা বিশ্ববিদ্যালয়  চট্টগ্রামের সাতকানিয়ায় যুবলীগ নেতা ইউছুফ আটক গাছ কাটাকে কেন্দ্র করে মাকে হত্যা; ছেলে গ্রেফতার প্রেমিকের প্রলোভনে স্বামীকে তালাক, বিয়ের দাবিতে প্রেমিকার অনশন পুলিশের মদদে ব্যবসায়ীর বাড়িতে হামলা ও হয়রানির অভিযোগ

জাপানে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০৩:২৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • / ৫৬ Time View

জাপানে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (১৩ জানুয়ারি) দেশটির দক্ষিণে কিউশু অঞ্চলে স্থানীয় সময় রাত ৯টা ১৯ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর দেশটির উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়।

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ৩৬ কিলোমিটার গভীরে। এ শক্তিশালী কম্পনের পরপরই উপকূলীয় এলাকাগুলোতে এক মিটার পর্যন্ত উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে বলে সতর্ক করা হয়। যদিও তাৎক্ষণিকভাবে বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এবং এপির প্রতিবেদনে জানানো হয়েছে, ভূমিকম্পের মাত্রা নিয়ে কিছুটা ভিন্নতা থাকলেও জাপানের আবহাওয়া সংস্থা এটি ৬.৯ বলে নিশ্চিত করেছে।

ভূমিকম্পের পর সামাজিক মাধ্যম এক্সে জাপানের আবহাওয়া সংস্থা স্থানীয় জনগণকে উপকূলীয় এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। সতর্কতা প্রত্যাহার না করা পর্যন্ত সমুদ্র এবং নদীর কাছাকাছি যাওয়া থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, জাপান টেলিভিশন এনএইচকের প্রতিবেদনে বলা হয়েছে, মিয়াজাকি বন্দরে ২০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ রেকর্ড করা হয়েছে। কিউশু অঞ্চলে একজন ব্যক্তি সিঁড়ি থেকে পড়ে সামান্য আহত হয়েছেন। তবে বিদ্যুৎ ব্যবস্থা সচল থাকায় জনজীবনে বড় ধরনের ব্যাঘাত ঘটেনি।

প্রসঙ্গত, জাপান ভূমিকম্পপ্রবণ দেশ হওয়ায় প্রায়ই শক্তিশালী ভূমিকম্পের সম্মুখীন হয়। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত হওয়ায় দেশটি নিয়মিত ভূমিকম্পের ঝুঁকিতে থাকে।

Please Share This Post in Your Social Media

জাপানে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ০৩:২৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

জাপানে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (১৩ জানুয়ারি) দেশটির দক্ষিণে কিউশু অঞ্চলে স্থানীয় সময় রাত ৯টা ১৯ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর দেশটির উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়।

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ৩৬ কিলোমিটার গভীরে। এ শক্তিশালী কম্পনের পরপরই উপকূলীয় এলাকাগুলোতে এক মিটার পর্যন্ত উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে বলে সতর্ক করা হয়। যদিও তাৎক্ষণিকভাবে বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এবং এপির প্রতিবেদনে জানানো হয়েছে, ভূমিকম্পের মাত্রা নিয়ে কিছুটা ভিন্নতা থাকলেও জাপানের আবহাওয়া সংস্থা এটি ৬.৯ বলে নিশ্চিত করেছে।

ভূমিকম্পের পর সামাজিক মাধ্যম এক্সে জাপানের আবহাওয়া সংস্থা স্থানীয় জনগণকে উপকূলীয় এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। সতর্কতা প্রত্যাহার না করা পর্যন্ত সমুদ্র এবং নদীর কাছাকাছি যাওয়া থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, জাপান টেলিভিশন এনএইচকের প্রতিবেদনে বলা হয়েছে, মিয়াজাকি বন্দরে ২০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ রেকর্ড করা হয়েছে। কিউশু অঞ্চলে একজন ব্যক্তি সিঁড়ি থেকে পড়ে সামান্য আহত হয়েছেন। তবে বিদ্যুৎ ব্যবস্থা সচল থাকায় জনজীবনে বড় ধরনের ব্যাঘাত ঘটেনি।

প্রসঙ্গত, জাপান ভূমিকম্পপ্রবণ দেশ হওয়ায় প্রায়ই শক্তিশালী ভূমিকম্পের সম্মুখীন হয়। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত হওয়ায় দেশটি নিয়মিত ভূমিকম্পের ঝুঁকিতে থাকে।