ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ব্রাহ্মণবাড়িয়ায় ভাগ্নে-ভাগ্নিকে গলা কেটে হত্যার দায়ে মামার মৃত্যুদন্ড থমথমে রংপুর: কোটাবিরোধী শিক্ষার্থীদের দখলে রাজপথ ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ মুক্ত ঘোষণা সিলেট শাবি’র হলে হলে আন্দোলকারীদের তল্লাশী, অস্ত্র উদ্ধার,ক্যাম্পাস না ছাড়ার ঘোষণা মোটরসাইকেল নিয়ে দ্বন্দ্বে ঘরে ঢুকে যুবককে গুলি করে হত্যা, গ্রেপ্তার ২ কোটাবিরোধী আন্দোলন: নোয়াখালীতে যুবদল-ছাত্রদলের ৫ নেতা গ্রেপ্তার ইসলামী বিশ্ববিদ্যালয় আবাসিক হল বন্ধ ঘোষণা, হল ছাড়তে নারাজ শিক্ষার্থীরা পুলিশের ওপর হামলা ও আগুন লাগার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে – আর‌পিএম‌পি ক‌মিশনার কোটা সংস্কার আন্দোলনে নিহত বেরোবি শিক্ষার্থী আবু সাঈদের দাফন সম্পন্ন আমার ভাই মরলো কেন! প্রশাসন জবাব চাই’ শ্লোগানে উত্তাল গাইবান্ধা

জাপানে পোস্ট দিয়ে হংকংয়ে গ্রেফতার ছাত্রী

Reporter Name
  • Update Time : ০৬:২৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩
  • / ২৩৫ Time View

জাপানে পড়তে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট দিয়েছিলেন এক ছাত্রী। দেশে ফেরার পর জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়েছে তাকে। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত হংকং প্রবাসীদের অনেকেই ২৩ বছর বয়সী ছাত্রীর জাপানে থাকার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টের কারণে গ্রেফতারের ঘটনায় উদ্বিগ্ন।

গ্রেফতার হওয়া ছাত্রীর মুক্তির বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। জাপানে পড়তে যাওয়া ওই শিক্ষার্থী গত মাসে দেশে ফেরেন। ফেরার পর বিতর্কিত ন্যাশনাল সিকিউরিটি ল (এনএসএল) লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করা হয় তাকে।

তার বিরুদ্ধে অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এমন পোস্ট দিয়েছেন যাতে ‘বিচ্ছিন্নতাবাদ উসকে দেয়ার’ ইঙ্গিত রয়েছে। হংকংয়ের বাইরে কিছু করার জন্য এই প্রথম এনএসএল আইনে কাউকে গ্রেফতার করা হলো।

হংকংয়ের অ্যাক্টিভিস্টরা মনে করেন, এ ছাত্রীকে এভাবে গ্রেফতার করার মাধ্যমে এনএসএল এর বিচারিক ক্ষমতা যে দেশের সীমানা ছাড়িয়েও যেতে পারে তার একটা নমুনা দেখাতে চায় হংকংয়ের সরকার। এর মাধ্যমে সরকার সবার মনে ভয়ের একটা চোরা স্রোত সঞ্চারের চেষ্টা করছে বলেও মনে করেন তারা।

অ্যাক্টিভিস্ট ও প্যাসিফিক ফোরামের অনাবাসিক ফেলো সানি চিউং ডয়চে ভেলেকে বলেন, ‘হংকংয়ের যেসব মানুষ এখন বিদেশে রয়েছেন, হংকংয়ের কর্তৃপক্ষ এর মাধ্যমে তাদের শৃঙ্খলাবদ্ধ করতে চাইছে, তাদের বোঝাতে চাইছে- দেখো, অন্য দেশে গিয়ে কে কী করো বিগ ব্রাদার কিন্তু তা দেখতে পায়।’

জাপান বিষয়ক বিশেষজ্ঞ তমোয়ো আকো জানিয়েছেন, গ্রেফতারের পর ওই শিক্ষার্থীর পাসপোর্ট জব্দ করেছে হংকংয়ের পুলিশ। পাসপোর্ট ফেরত না পেলে তাই চাইলেও আর জাপানে ফেরা যাবে না। মুক্তি পেলে ওই ছাত্রী যাতে জাপানে ফিরে লেখাপড়া করতে পারেন।

জাপানের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সে বিষয়ে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন তমোয়ো। তিনি বলেন, ‘ও লেখাপড়া চালিয়ে যেতে চায়। তাই জাপানের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমি অনুরোধ জানিয়েছি তারা যেন ওকে এ বিষয়ে সহযোগিতা করেন।’

২০২০ সালের জুলাই মাসে এনএসএল কার্যকর করা হয়। তারপর থেকে বিতর্কিত এ আইনে ২০০ এরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। সেই ২০০ জনের মধ্যে ১৪০ জনের বিরুদ্ধে ইতোমধ্যে অভিযোগ দায়েরের কাজও সম্পন্ন হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

জাপানে পোস্ট দিয়ে হংকংয়ে গ্রেফতার ছাত্রী

Reporter Name
Update Time : ০৬:২৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩

জাপানে পড়তে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট দিয়েছিলেন এক ছাত্রী। দেশে ফেরার পর জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়েছে তাকে। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত হংকং প্রবাসীদের অনেকেই ২৩ বছর বয়সী ছাত্রীর জাপানে থাকার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টের কারণে গ্রেফতারের ঘটনায় উদ্বিগ্ন।

গ্রেফতার হওয়া ছাত্রীর মুক্তির বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। জাপানে পড়তে যাওয়া ওই শিক্ষার্থী গত মাসে দেশে ফেরেন। ফেরার পর বিতর্কিত ন্যাশনাল সিকিউরিটি ল (এনএসএল) লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করা হয় তাকে।

তার বিরুদ্ধে অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এমন পোস্ট দিয়েছেন যাতে ‘বিচ্ছিন্নতাবাদ উসকে দেয়ার’ ইঙ্গিত রয়েছে। হংকংয়ের বাইরে কিছু করার জন্য এই প্রথম এনএসএল আইনে কাউকে গ্রেফতার করা হলো।

হংকংয়ের অ্যাক্টিভিস্টরা মনে করেন, এ ছাত্রীকে এভাবে গ্রেফতার করার মাধ্যমে এনএসএল এর বিচারিক ক্ষমতা যে দেশের সীমানা ছাড়িয়েও যেতে পারে তার একটা নমুনা দেখাতে চায় হংকংয়ের সরকার। এর মাধ্যমে সরকার সবার মনে ভয়ের একটা চোরা স্রোত সঞ্চারের চেষ্টা করছে বলেও মনে করেন তারা।

অ্যাক্টিভিস্ট ও প্যাসিফিক ফোরামের অনাবাসিক ফেলো সানি চিউং ডয়চে ভেলেকে বলেন, ‘হংকংয়ের যেসব মানুষ এখন বিদেশে রয়েছেন, হংকংয়ের কর্তৃপক্ষ এর মাধ্যমে তাদের শৃঙ্খলাবদ্ধ করতে চাইছে, তাদের বোঝাতে চাইছে- দেখো, অন্য দেশে গিয়ে কে কী করো বিগ ব্রাদার কিন্তু তা দেখতে পায়।’

জাপান বিষয়ক বিশেষজ্ঞ তমোয়ো আকো জানিয়েছেন, গ্রেফতারের পর ওই শিক্ষার্থীর পাসপোর্ট জব্দ করেছে হংকংয়ের পুলিশ। পাসপোর্ট ফেরত না পেলে তাই চাইলেও আর জাপানে ফেরা যাবে না। মুক্তি পেলে ওই ছাত্রী যাতে জাপানে ফিরে লেখাপড়া করতে পারেন।

জাপানের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সে বিষয়ে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন তমোয়ো। তিনি বলেন, ‘ও লেখাপড়া চালিয়ে যেতে চায়। তাই জাপানের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমি অনুরোধ জানিয়েছি তারা যেন ওকে এ বিষয়ে সহযোগিতা করেন।’

২০২০ সালের জুলাই মাসে এনএসএল কার্যকর করা হয়। তারপর থেকে বিতর্কিত এ আইনে ২০০ এরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। সেই ২০০ জনের মধ্যে ১৪০ জনের বিরুদ্ধে ইতোমধ্যে অভিযোগ দায়েরের কাজও সম্পন্ন হয়েছে।