জান্নাতের টিকেট দিতে পারবো না, ভোট দিলে উন্নয়ন করবো: মির্জা আব্বাস
- Update Time : ০৪:৪৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
- / ১২ Time View
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, তিনি জান্নাতের টিকিট দিতে পারবেন না, তবে জনগণ ভোট দিলে উন্নয়ন নিশ্চিত করবেন। চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে নিজের সংসদীয় এলাকায় কঠোর অবস্থান নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ইস্কাটন নাগরিক সমাজের আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় বক্তব্য দেন মির্জা আব্বাস।
তিনি বলেন, “এখন সবচেয়ে বড় সমস্যা চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক। আমার এলাকায় এগুলো চলতে দেব না। ফুটপাত ভাড়া কে দেয়, তাও খুঁজে বের করতে হবে।”
ধর্মীয় প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, “জান্নাতের টিকিট আমি দিতে পারব না। কিন্তু ভোট দিলে উন্নয়ন করতে পারব। আর যদি জামায়াতকে ভোট দিলেই জান্নাত পাওয়া যায়, তাহলে নামাজ-রোজার প্রয়োজন কী?”
ব্যাটারি–চালিত রিকশা ইস্যুতে তিনি অভিযোগ করেন, ক্ষমতায় টিকে থাকার জন্য সরকার এগুলো সচল রেখেছে। তার দাবি, “গ্রাম-গঞ্জের আওয়ামী লীগ নেতারা এখন ঢাকায় এসে ব্যাটারি রিকশা চালাচ্ছে।”
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়





































































































































































