জানাজা শেষে পাশাপাশি কবরস্থ করা হয়েছে মা মেয়ের
- Update Time : ০৯:২৩:১৩ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
- / ২০৭০ Time View
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ( কুবি) লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিন বেগমের জানাজা শেষে একই কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) বাদ মাগরিব কুমিল্লার সুজানগর এলাকায় তাদের নিজ গ্রামে সুজানগর সুন্নিয়া জামে মসজিদ প্রাঙ্গণে পৃথক দুটি জানাজা এবং পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রথমে মায়ের জানাজা নামাজের ইমাম ছিলেন হাফেজ কাউসার এবং সুমাইয়ার জানাজা নামাজের ইমাম ছিলেন সুজানগর সুন্নিয়া জামে মসজিদের ইমাম মোহাম্মদ ফজলুল করিম।
এসময় বক্তব্য দেন কুমিল্লা মহানগরের জামাতে আমির কাজী দ্বীন মোহাম্মদ। তিনি বলেন, ‘প্রশাসনের আরও জোরালো ভূমিকা পালন করতে হবে। অনেকগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাবে বিচার হবে না টা হতে পারে না। ২৪ ঘণ্টার মধ্যে এই ঘটনার সাথে যারা জড়িত যেই হোক তাকে খুঁজে বের করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় আনতে হবে।’
সুমাইয়া আফরিনের বড় ভাই মোহাম্মদ তাজুল ইসলাম ফয়সাল বলেন, ‘গত অক্টোবরে আমার বাবা মারা গেছেন আজকে এখানে আমার মা এবং একমাত্র বোন এর লাশ নিয়ে আমি দাঁড়িয়ে আছি। যার বাবা-মা মারা যায় তারাই বুঝে এই দুঃখ বেদনা। আমার মা যদি আপনাদের কারো সাথে কখনো খারাপ ব্যবহার করে থাকেন তাহলে আমি তার ছেলে হিসেবে ক্ষমা চাচ্ছি এবং আপনারা সবাই নিজ গুণে ক্ষমা করে দিবেন।’
উল্লেখ্য, সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা নগরীর কালিয়াজুরীতে নিজ বাসা থেকে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিন বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ।











































































































































































































