জাতীয় প্রেস ক্লাব সহযোগী সদস্য জাকারিয়া পিন্টু আর নেই
- Update Time : ০৬:৩৬:০০ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
- / ৩৫১ Time View
জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য, বীর মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত ফুটবলার মো. জাকারিয়া পিন্টু আর নেই।
সোমবার (১৮ নভেম্বর) সকাল পৌনে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। জাকারিয়া পিন্টুর মেয়ে তিনজনই দেশের বাইরে। বড় মেয়ে কলি থাকেন কানাডায়, দ্বিতীয় মেয়ে শিমু থাকেন লন্ডনে এবং ছোট মেয়ে সোনিয়া থাকেন আমেরকিায়।
আগামীকাল বাদ জোহর প্রেস ক্লাবে প্রাঙ্গণে মরহুমের নামাজের জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হবে। জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া মোঃ জাকারিয়া পিন্টু’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মঙ্গলবার সকালে তার প্রিয় ক্লাব মোহামেডানে আনা হবে। সকাল ১০ টায় ক্লাবে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে এবং ক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হবে। জাকারিয়া পিন্টুর মৃত্যুর খবর পেয়ে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ছুটে গিয়েছিলেন তারকা ক্রীড়াবিদ ও মোহামেডানের স্থায়ী সদস্য কামরুন নাহার ডানা।
নওরোজ/এসএইচ

































































































































































































