বাসস এমডি’র সদস্য পদ নিয়ে প্রশ্ন
‘জাতীয় প্রেস ক্লাব একটি দলের করায়ত্ত হয়ে পড়েছে’
- Update Time : ০৮:৪৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
- / ৪৭ Time View
জাতীয় প্রেস ক্লাবের বর্তমান ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম একতরফা বলে মন্তব্য করেছেন অনেক প্রবীণ ও সিনিয়র সদস্য। কিন্তু তারা কেউ নাম প্রকাশে রাজী নন।
তারা আরো মন্তব্য করেন, ‘বর্তমান ব্যবস্থাপনা কমিটি ক্লাবের গত ৭০ বছরের ইতিহাস-ঐতিহ্যকে ধুলায় মিশিয়ে দিয়েছে। তারা যে সব কার্যক্রম করছেন, তা অতীতে কোন কমিটিই করেনি। তাদের হাবভাব দেখে মনে হয়, তারা ক্লাবকে একটি সংগঠনের করায়ত্ত করে ফেলেছেন। যা মোটেও সমীচীন নয়। এই ক্লাবকে বিগত দিনে বলা হতো গণতন্ত্রের প্রতীক। অথচ আজ এই ক্লাবে যাচ্ছে-তাই করা হচ্ছে’।
বিগত দিনে একটি কমিটির সাধারণ সম্পাদক ছিলেন সৈয়দ আবদাল আহমদ। পরে শফিকুর রহমানের নেতৃত্বে গঠিত কমিটি প্রেসক্লাব ব্যবস্থাপনার দায়িত্ব নেয়। সে সময় অভিযোগ উঠে, জনাব আবদাল ক্লাব ক্যান্টিনে লক্ষাধিক টাকা পুরির বিল বাকী রেখে গেছেন। এছাড়া আরো অভিযোগ উঠে তিনি তার ড্রাইভারের বেতন-ভাতা দিয়েছেন প্রেসক্লাবের তহবিল থেকে।
বাসস-র এমডি মাহবুব মোর্শেদ বর্তমান সরকারের সময়ে নিয়োগ পেয়েছেন। কিন্তু যোগদান করতে না করতেই তাকে সদস্যপদ প্রদান করা হয়েছে। এত দ্রুত সদস্য পদ পাওয়ার কোন নজির অতীতে নেই বলে মত প্রকাশ করেন প্রবীণ সদস্যরা।
এছাড়া তিনি সাধারণ সম্পাদক থাকাকালে আরো দু’জনকে চাকুরি দিয়েছেন। তারা দু’জনই ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার পিয়ন। এছাড়া আরো আর্থিক অভিযোগ উঠলেও সেগুলো নিয়ে পরবর্তী কমিটি আর আগায়নি। মাঝপথে এক ধরনের সমঝোতা কিংবা আপসরফা হয় বলে জানা যায়। তিনি বর্তমান কমিটিতে সদস্য নির্বাচিত হয়েছেন। এবারে নির্বাচিত হয়েই তিনি সেই ড্রাইভার আলমগীরকে বাবুর্চির চাকুরী দিয়েছেন। এভাবেই তিনি জাতীয় প্রেসক্লাবকে নিজ স্বার্থ হাসিলের হাতিয়ার হিসাবে ব্যবহার করছেন বলে অনেকে অভিমত ব্যক্ত করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়