ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় প্রেসক্লাবে সীমান্ত খোকনের জানাজা সম্পন্ন

নওরোজ ডেস্ক
  • Update Time : ০৪:৫০:০১ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
  • / ১০ Time View

জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকনের জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটে জাতীয় প্রেস ক্লাবে এ জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় জাতীয় প্রেস ক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি), ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দসহ পরিবারের সদস্য ও জ্যেষ্ঠ সাংবাদিকরা অংশ নেন। জানাজা শেষে জাতীয় প্রেস ক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে সীমান্ত খোকনের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

জাতীয় প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবি হাসান হাফিজ বলেন, গতকাল যখন আমরা রুহুল আমিন গাজী ভাইয়ের স্মরণ সভায় ছিলাম, তখন সীমান্ত খোকনের মৃত্যুর খবর শুনেছি। আমরা স্তম্ভিত হয়ে গিয়েছি, এই অকালমৃত্যু মেনে নেওয়া যায় না। এতো কর্তব্যনিষ্ঠ, অমায়িক, বন্ধুবৎসল, দায়িত্বশীল তরুণ সাংবাদিককে আমরা হারিয়েছি। তার মৃত্যুর বয়সও হয়নি। আমরা তার আত্মার শান্তি কামনা করি। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

এনটিভির পরিচালক নুরুদ্দিন আহমেদ বলেন, সীমান্ত খোকন এনটিভি পরিবারের সদস্য ছিলেন। আমরা আমাদের এনটিভি পরিবারের সদস্য হারিয়েছি। উনি আর ফিরে আসবেন না। তবুও বলতে হয় সবসময়ই সীমান্ত খোকন সবসময়ই এনটিভিতে থাকবেন; আমাদের মাঝেই থাকবেন।

উল্লেখ্য, মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে রাজধানীর চামেলীবাগের নিজ বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় সীমান্ত খোকনের মরদেহ উদ্ধার করে পল্টন থানা পুলিশ।

নওরোজ/এসএইচ

Please Share This Post in Your Social Media

জাতীয় প্রেসক্লাবে সীমান্ত খোকনের জানাজা সম্পন্ন

নওরোজ ডেস্ক
Update Time : ০৪:৫০:০১ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪

জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকনের জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটে জাতীয় প্রেস ক্লাবে এ জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় জাতীয় প্রেস ক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি), ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দসহ পরিবারের সদস্য ও জ্যেষ্ঠ সাংবাদিকরা অংশ নেন। জানাজা শেষে জাতীয় প্রেস ক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে সীমান্ত খোকনের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

জাতীয় প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবি হাসান হাফিজ বলেন, গতকাল যখন আমরা রুহুল আমিন গাজী ভাইয়ের স্মরণ সভায় ছিলাম, তখন সীমান্ত খোকনের মৃত্যুর খবর শুনেছি। আমরা স্তম্ভিত হয়ে গিয়েছি, এই অকালমৃত্যু মেনে নেওয়া যায় না। এতো কর্তব্যনিষ্ঠ, অমায়িক, বন্ধুবৎসল, দায়িত্বশীল তরুণ সাংবাদিককে আমরা হারিয়েছি। তার মৃত্যুর বয়সও হয়নি। আমরা তার আত্মার শান্তি কামনা করি। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

এনটিভির পরিচালক নুরুদ্দিন আহমেদ বলেন, সীমান্ত খোকন এনটিভি পরিবারের সদস্য ছিলেন। আমরা আমাদের এনটিভি পরিবারের সদস্য হারিয়েছি। উনি আর ফিরে আসবেন না। তবুও বলতে হয় সবসময়ই সীমান্ত খোকন সবসময়ই এনটিভিতে থাকবেন; আমাদের মাঝেই থাকবেন।

উল্লেখ্য, মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে রাজধানীর চামেলীবাগের নিজ বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় সীমান্ত খোকনের মরদেহ উদ্ধার করে পল্টন থানা পুলিশ।

নওরোজ/এসএইচ