ঢাকা ১২:২৯ অপরাহ্ন, শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
মহানবী (সা.)-এর অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে মহানবী শিখিয়েছেন ন্যায়বিচার কোনো ব্যক্তি বিশেষের জন্য সীমাবদ্ধ নয় গণঅধিকার পরিষদকে নিষেধাজ্ঞার দাবি জাপা মহাসচিবের জাপা কার্যালয়ে ভাঙচুর-আগুন, মহাসচিবের আলটিমেটাম জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও ভাঙচুর-অগ্নিসংযোগ নীলফামারীতে শ্রমিক হত্যার প্রতিবাদে ফের টঙ্গীতে মানববন্ধন “সাইফুর রহমান দেশের অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়েছিলেন” রাসুলের দেখানো পথেই মানুষ সৎভাবে চলার অনুকরণীয় দৃষ্টান্ত লাভ করে: তারেক রহমান চীন-পাকিস্তানের মধ্যে ৮.৫ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর ভাঙ্গায় তিন দিনের আল্টিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার এলাকাবাসীর

জাতীয় পার্টি পুনর্গঠনে এরিক এরশাদকে নিয়ে সক্রিয় হচ্ছেন বিদিশা

রাজনীতি ডেস্ক
  • Update Time : ১২:৫৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • / ১০৩ Time View

জাতীয় পার্টির পুনর্গঠনের প্রক্রিয়াকে সামনে রেখে আবারও সক্রিয় হচ্ছেন দলটির একাংশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ। একই সঙ্গে রাজনীতিতে যুক্ত হচ্ছেন এরশাদ–বিদিশা দম্পতির ছেলে এরিক এরশাদও।

সোমবার (১৪ জুলাই) জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় এই ঘোষণা দেন বিদিশা। এ সময় তিনি বলেন, ‘এরশাদ যে আদর্শে দল গড়েছিলেন, তা এখনো প্রাসঙ্গিক। তাই আমরা আবার মাঠে নামছি, মানুষের জন্য কাজ করব।’

দল পুনর্গঠনের অংশ হিসেবে বিদিশা এরশাদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং কাজী মো. মামুনুর রশীদকে মহাসচিব করে নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করা হয়েছে বলে জানানো হয়। তারা ১৯ জুন এই সংক্রান্ত চিঠি ইসিতে পাঠিয়েছেন।

বিদিশা বলেন, ‘দলের নেতাকর্মীরা চান, এরশাদের একমাত্র সন্তান এরিক রাজনীতিতে সক্রিয় হোক। আমিও একজন মা হিসেবে চাই তার পাশে থাকতে। আমি কোনো পদ চাই না, আমি মানুষের হৃদয়ে জায়গা চাই। আমি শুধু এরিকের মা হিসেবে মানুষের পাশে থাকতে চাই।’

এরশাদের মৃত্যুবার্ষিকীতে দলের নেতাকর্মীদের প্রতি বার্তা দিয়ে বিদিশা বলেন, ‘আসুন, আমরা সবাই এক হয়ে স্বৈরাচার জি এম কাদের ও শেরীফা কাদেরের হাত থেকে জাতীয় পার্টিকে রক্ষা করি। দলের অস্তিত্ব, ঐতিহ্য ও এরশাদের আদর্শকে বাঁচাতে হলে আমাদের একসঙ্গে কাজ করতে হবে।’

জাতীয় পার্টির সিনিয়র নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারাই আমাদের মুকুট। আমি আপনাদের সম্মান দিয়ে রাখতে চাই। আসুন, ব্যক্তিগত ইগো ছেড়ে আমরা এক হই। চেয়ারে কে বসবে, মহাসচিব কে হবেন—এই হিসাব না করে বরং এরশাদের ভালো কাজগুলো তুলে ধরি।’

বিদিশা বলেন, ‘আমি এমপি বা মন্ত্রী হওয়ার জন্য রাজনীতিতে আসিনি। জাতীয় পার্টিকে বাঁচানো এখন আমাদের সবার প্রধান কর্তব্য হওয়া উচিত।’

Please Share This Post in Your Social Media

জাতীয় পার্টি পুনর্গঠনে এরিক এরশাদকে নিয়ে সক্রিয় হচ্ছেন বিদিশা

রাজনীতি ডেস্ক
Update Time : ১২:৫৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

জাতীয় পার্টির পুনর্গঠনের প্রক্রিয়াকে সামনে রেখে আবারও সক্রিয় হচ্ছেন দলটির একাংশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ। একই সঙ্গে রাজনীতিতে যুক্ত হচ্ছেন এরশাদ–বিদিশা দম্পতির ছেলে এরিক এরশাদও।

সোমবার (১৪ জুলাই) জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় এই ঘোষণা দেন বিদিশা। এ সময় তিনি বলেন, ‘এরশাদ যে আদর্শে দল গড়েছিলেন, তা এখনো প্রাসঙ্গিক। তাই আমরা আবার মাঠে নামছি, মানুষের জন্য কাজ করব।’

দল পুনর্গঠনের অংশ হিসেবে বিদিশা এরশাদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং কাজী মো. মামুনুর রশীদকে মহাসচিব করে নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করা হয়েছে বলে জানানো হয়। তারা ১৯ জুন এই সংক্রান্ত চিঠি ইসিতে পাঠিয়েছেন।

বিদিশা বলেন, ‘দলের নেতাকর্মীরা চান, এরশাদের একমাত্র সন্তান এরিক রাজনীতিতে সক্রিয় হোক। আমিও একজন মা হিসেবে চাই তার পাশে থাকতে। আমি কোনো পদ চাই না, আমি মানুষের হৃদয়ে জায়গা চাই। আমি শুধু এরিকের মা হিসেবে মানুষের পাশে থাকতে চাই।’

এরশাদের মৃত্যুবার্ষিকীতে দলের নেতাকর্মীদের প্রতি বার্তা দিয়ে বিদিশা বলেন, ‘আসুন, আমরা সবাই এক হয়ে স্বৈরাচার জি এম কাদের ও শেরীফা কাদেরের হাত থেকে জাতীয় পার্টিকে রক্ষা করি। দলের অস্তিত্ব, ঐতিহ্য ও এরশাদের আদর্শকে বাঁচাতে হলে আমাদের একসঙ্গে কাজ করতে হবে।’

জাতীয় পার্টির সিনিয়র নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারাই আমাদের মুকুট। আমি আপনাদের সম্মান দিয়ে রাখতে চাই। আসুন, ব্যক্তিগত ইগো ছেড়ে আমরা এক হই। চেয়ারে কে বসবে, মহাসচিব কে হবেন—এই হিসাব না করে বরং এরশাদের ভালো কাজগুলো তুলে ধরি।’

বিদিশা বলেন, ‘আমি এমপি বা মন্ত্রী হওয়ার জন্য রাজনীতিতে আসিনি। জাতীয় পার্টিকে বাঁচানো এখন আমাদের সবার প্রধান কর্তব্য হওয়া উচিত।’