জাতীয় কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে মাঠ সংস্কারে ধীরগতি, ভোগান্তিতে শিক্ষার্থীরা
- Update Time : ০৯:৪৬:০২ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
- / ১৮৩ Time View
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একমাত্র খেলার মাঠটির সংস্কার কাজ ধীরগতিতে চলায় চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। দুই মাস আগে সংস্কার কাজ শুরু হলেও এখন পর্যন্ত দৃশ্যমান অগ্রগতি না থাকায় হতাশা প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, গত ৯ মে তিন মাস মেয়াদি একটি পরিকল্পনার আওতায় মাঠের উন্নয়ন কার্যক্রম শুরু হয়। শুরুতে আগাছা পরিষ্কারসহ কিছু প্রাথমিক কাজ সম্পন্ন হলেও মে মাসের মধ্যে ২২০টি ট্রাকে বালি ফেলার যে পরিকল্পনা ছিল, তা এখনো সম্পূর্ণ হয়নি।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানোয়ার রাব্বি প্রমিজ বলেন, “শুরুর দিকে কাজের গতি ভালো ছিল। কিন্তু এখন মনে হচ্ছে থমকে গেছে। মাঠে এখনও খেলার উপযোগী পরিবেশ তৈরি হয়নি। শিক্ষার্থীদের খেলাধুলা ও শরীরচর্চার সুযোগ সীমিত হয়ে পড়েছে।”
শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, প্রশাসনের পর্যাপ্ত তদারকি না থাকা, কাজের গাফিলতি এবং পর্যাপ্ত শ্রমিকের অভাবেই সংস্কার কাজে এমন ধীরগতি দেখা দিয়েছে।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী মো. হাফিজুর রহমান বলেন, “বর্ষার কারণে হাটগুলো বন্ধ থাকায় ঠিকাদার সময়মতো বালি সংগ্রহ করতে পারেননি। তবে বর্তমানে কাজের গতি বাড়ছে এবং নিয়মিত তদারকিও চলছে।”
ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম বলেন, “বৃষ্টির কারণে প্রাথমিক পর্যায়ে কিছুটা বিলম্ব হয়েছে। তবে ১৫ থেকে ২০ জুলাইয়ের মধ্যে প্রথম ধাপের বালি ফেলার কাজ শেষ করতে বলা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে সেপ্টেম্বরের মধ্যেই মাঠ শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া সম্ভব হবে।”
সংস্কার কাজে কাঙ্ক্ষিত গতি না এলে বিশ্ববিদ্যালয়ের একমাত্র খেলার মাঠটি দীর্ঘদিন ব্যবহার অনুপযোগী হয়ে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

































































































































































































