জয়পুরহাট জেলার সেরা প্যানেলে আইনজীবী নির্বাচিত হলেন এ্যাডঃ মোঃ আরাফাত হোসেন মুন
- Update Time : ০৬:২৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩
- / ২৬০ Time View
‘বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’ এ স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্যভাবে জয়পুরহাটে জাতীয় আইন সহায়তা দিবস ২০২৩ পালিত হয়।
জয়পুরহাট জেলা জজকোর্ট এলাকায় পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। একটি বর্ণাঢ্য রেলি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন জয়পুরহাট ০১ আসনের মাননীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু।
আলোচনা সভার সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোঃ নুর ইসলাম। জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ জনাব মোঃ সামিউল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, বিজ্ঞ জিপি এ্যাডঃমোমিন আহমেদ চৌধুরী, বিজ্ঞ পিপি এ্যাডঃ নৃপেন্দ্রনাথ মন্ডল ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ মোঃ শাহানুর রহমান শাহিন।
উক্ত অনুষ্ঠানে দরিদ্র অসহায় নির্যাতিত নিপিড়ীত মানুষের মামলা সফলভাবে পরিচালনার জন্য ২০২৩ সালের সেরা প্যানেল আইনজীবী নির্বাচিত করা হয় এ্যাডঃ আরাফাত হোসেন মুনকে। তাকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ জনাব মোঃ নূর ইসলাম।