ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
জাকসু নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার পরামর্শ চাইলেন জাবি উপাচার্য পরিবেশ ও মানবাধিকার সুরক্ষায় তরুণদের আরেকটি যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে ডিএমপির ডিসেম্বর-২০২৪ মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন এএসআই পলাশ কুবির ডেপুটি রেজিস্ট্রার জাকির হোসেনকে পুলিশে সোপর্দ কুবিতে তিন দপ্তরে ‘বিশৃঙ্খলার’ অভিযোগ গনিত বিভাগের শিক্ষার্থীদের সচিবালয়ের সামনে অনশনে জবি শিক্ষার্থীরা মালয়েশিয়ায় শ্রমিকদের জন্য একাধিক প্রবেশাধিকার ভিসা চায় বাংলাদেশ টিউলিপের সম্পত্তি নিয়ে তদন্ত হওয়া উচিত : ড. ইউনূস লস অ্যাঞ্জেলেসের দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ২৪, আরও ভয়াবহ হওয়ার শঙ্কা প্লট জালিয়াতির ৩ মামলায় প্রধান আসামি রেহানা-ববি-আজমিনা, সহযোগী হাসিনা-টিউলিপ

জাজিরা থানার ওসির ঝুলন্ত লাশ উদ্ধার, পুলিশ বলছে ‘আত্মহত্যা’

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৬:১৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • / ২৮ Time View

শরীয়তপুরের জাজিরা থানা কমপ্লেক্সে থেকে অফিসার ইনচার্জ (ওসি) আল আমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা ১২টার দিকে আল আমিনের মরদেহ ঝুলতে অবস্থায় দেখে জেলা পুলিশের ঊধ্বর্তনদের খবর দেওয়া হয়। পরে তিনি মারা গেছেন সেটা নিশ্চিত করেন ঘটনাস্থলে উপস্থিত একজন চিকিৎসক। ওসির ঝুলন্ত মরদেহ উদ্ধারের খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতনরা ঘটনাস্থলে গিয়েছেন।

জানা গেছে, সকাল ১১টা থেকে দুপুর ১টার যে কোনো সময়ে ওসি আল আমিন জাজিরা থানার নতুন ভবনের দ্বিতীয় তলায় ইন্সপেক্টর বাংলোর রুম পদ্মায় জানালার গ্রিলের সঙ্গে গামছা দিয়ে ঝুলে আত্মহত্যা করেন। ঘটনার সময় তার পায়ের সঙ্গে লাগোয়া চেয়ার ছিল। আল আমিন সর্বশেষ বেলা ১১টায় থানার পুলিশ সদস্য আজিজুল হকের সঙ্গে মোবাইলে কথা বলেন। একটি কাগজ সই করার জন্য ওই পুলিশ সদস্য ওসিকে ফোন করেন। এসময় ওসি আল আমিন ফোনে জানান তিনি একটু দেরিতে বের হবেন।

এরপর ওসি নিজের রুমে আসতে দেরি করায় থানার পরিদর্শক (তদন্ত) মো. আ. ছালাম থানার দ্বিতীয় তলায় ওসির রুমে যান। রুমের দরজা খোলা থাকলেও তা হাল্কা ভেড়ানো ছিল। দরজায় ধাক্কা দিলে ওসির রুমের উত্তর পাশে জানালার গ্রিলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। থানার ডিউটি অফিসারসহ অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত হন। খবর পেয়ে শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জাজিরা হাসপাতালের আরএমও ঘটনাস্থলে আসেন। তবে এখনও মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।

থানা সূত্র বলছে, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ হাসপাতালে নেওয়া হবে। ওসি আল আমিনের গ্রামের বাড়ি বরিশালের মুলাদি এলাকায়। তিনি ১৪ সেপ্টেম্বর জাজিরা থানার অফিসার ইনচার্জ হন।

Please Share This Post in Your Social Media

জাজিরা থানার ওসির ঝুলন্ত লাশ উদ্ধার, পুলিশ বলছে ‘আত্মহত্যা’

নিজস্ব প্রতিবেদক
Update Time : ০৬:১৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

শরীয়তপুরের জাজিরা থানা কমপ্লেক্সে থেকে অফিসার ইনচার্জ (ওসি) আল আমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা ১২টার দিকে আল আমিনের মরদেহ ঝুলতে অবস্থায় দেখে জেলা পুলিশের ঊধ্বর্তনদের খবর দেওয়া হয়। পরে তিনি মারা গেছেন সেটা নিশ্চিত করেন ঘটনাস্থলে উপস্থিত একজন চিকিৎসক। ওসির ঝুলন্ত মরদেহ উদ্ধারের খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতনরা ঘটনাস্থলে গিয়েছেন।

জানা গেছে, সকাল ১১টা থেকে দুপুর ১টার যে কোনো সময়ে ওসি আল আমিন জাজিরা থানার নতুন ভবনের দ্বিতীয় তলায় ইন্সপেক্টর বাংলোর রুম পদ্মায় জানালার গ্রিলের সঙ্গে গামছা দিয়ে ঝুলে আত্মহত্যা করেন। ঘটনার সময় তার পায়ের সঙ্গে লাগোয়া চেয়ার ছিল। আল আমিন সর্বশেষ বেলা ১১টায় থানার পুলিশ সদস্য আজিজুল হকের সঙ্গে মোবাইলে কথা বলেন। একটি কাগজ সই করার জন্য ওই পুলিশ সদস্য ওসিকে ফোন করেন। এসময় ওসি আল আমিন ফোনে জানান তিনি একটু দেরিতে বের হবেন।

এরপর ওসি নিজের রুমে আসতে দেরি করায় থানার পরিদর্শক (তদন্ত) মো. আ. ছালাম থানার দ্বিতীয় তলায় ওসির রুমে যান। রুমের দরজা খোলা থাকলেও তা হাল্কা ভেড়ানো ছিল। দরজায় ধাক্কা দিলে ওসির রুমের উত্তর পাশে জানালার গ্রিলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। থানার ডিউটি অফিসারসহ অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত হন। খবর পেয়ে শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জাজিরা হাসপাতালের আরএমও ঘটনাস্থলে আসেন। তবে এখনও মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।

থানা সূত্র বলছে, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ হাসপাতালে নেওয়া হবে। ওসি আল আমিনের গ্রামের বাড়ি বরিশালের মুলাদি এলাকায়। তিনি ১৪ সেপ্টেম্বর জাজিরা থানার অফিসার ইনচার্জ হন।