ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ফেসবুকের বিরুদ্ধে থানায় জিডি করেছেন মামুনুল হক সিলেটে সাদাপাথর লুটপাট নিয়ে তদন্ত কমিটির গণশুনানি আ’লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ: গ্রেফতার শিমুল ৪ দিনের রিমান্ডে ‘তত্ত্বাবধায়ক সরকার’ বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল শুনবেন আদালত চন্দ্রনাথ পাহাড় ঘিরে উসকানিমূলক কার্যক্রমের চিহ্ন দেখামাত্র ব্যবস্থা নেয়ার নির্দেশ শাহজালালে ১৩০ কোটি টাকার কোকেন উদ্ধার, বিদেশি নাগরিক আটক লায়লাকে হত্যাচেষ্টা, প্রিন্স মামুনের বিরুদ্ধে সাক্ষ্য শুরু তত্ত্বাবধায়ক নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ: প্রধান বিচারপতি পুরনো ভিডিও নিয়ে কটাক্ষ, কড়া জবাব দিলেন প্রভা শুভাঢ্যা খালকে ধলেশ্বরী ও বুড়িগঙ্গার সঙ্গে প্রবাহমান করা হবে: পানি সম্পদ উপদেষ্টা

জাককানইবির আইন বিভাগের শিক্ষার্থীদের টাঙ্গাইল জেলা জজ আদালতে কোর্ট ভিজিট

জাককানইবি প্রতিনিধি
  • Update Time : ০৪:৩৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • / ১৩১ Time View

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালতে সফলভাবে কোর্ট ভিজিট সম্পন্ন করেছে।

এই শিক্ষামূলক সফরের তত্ত্বাবধানে ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক জনাব অরিন্দম বিশ্বাস। সফরের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের বাস্তব বিচার ব্যবস্থার সঙ্গে সরাসরি পরিচয় করানো এবং আইনি শিক্ষাকে তাত্ত্বিক পাঠ্যপুস্তক ছাড়িয়ে প্রাত্যহিক আদালতের অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করা।

কোর্ট ভিজিট শেষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মো. মোস্তফা শাহরিয়ার খান।এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জনাব পশুপতি বিশ্বাস, স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ),জনাব বাদল কুমার চন্দ (সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট),জনাব সোহেল ম্রং (সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) এবং অন্যান্য জুডিশিয়াল কর্মকর্তাবৃন্দ।

সভায় বিচারকগণ শিক্ষার্থীদের উদ্দেশে আদালতের বাস্তবিক কার্যক্রম, বিচার প্রক্রিয়ার ধাপ, নৈতিকতা, দায়-দায়িত্ব এবং বিচার বিভাগের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তাঁরা শিক্ষার্থীদের পেশাদারিত্ব, নিষ্ঠা এবং সততার সঙ্গে ভবিষ্যতে কাজ করার জন্য অনুপ্রাণিত করেন।

শিক্ষার্থীরাও এসময় নানা প্রশ্ন করেন এবং বিচারকগণের কাছ থেকে তাৎক্ষণিক উত্তর ও দিকনির্দেশনা পান, যা তাঁদের শিক্ষাজীবনে গভীর প্রভাব ফেলবে বলে অভিমত দেন।

সহকারী অধ্যাপক অরিন্দম বিশ্বাস বলেন, “বিচার ব্যবস্থার প্রাত্যহিক বাস্তবতা অনুধাবনের জন্য এ ধরনের কোর্ট ভিজিট অত্যন্ত জরুরি। এটি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং পেশাগত মানসিকতা গড়ে তোলে।”

সফরে অংশগ্রহণকারী এক শিক্ষার্থী বলেন, “এটাই প্রথমবার আদালতের ভেতরের পরিবেশ সরাসরি দেখা। মামলার শুনানি, বিচারকদের আচরণ, আদালতের শৃঙ্খলা সবকিছু দেখে অনেক কিছু শিখেছি।”

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ নিয়মিতভাবেই শিক্ষার্থীদের একাডেমিক পাঠ্যক্রমের পাশাপাশি বাস্তব প্রশিক্ষণের ওপর জোর দিয়ে থাকে। এই কোর্ট ভিজিট তারই একটি সফল বাস্তবায়ন।

Please Share This Post in Your Social Media

জাককানইবির আইন বিভাগের শিক্ষার্থীদের টাঙ্গাইল জেলা জজ আদালতে কোর্ট ভিজিট

জাককানইবি প্রতিনিধি
Update Time : ০৪:৩৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালতে সফলভাবে কোর্ট ভিজিট সম্পন্ন করেছে।

এই শিক্ষামূলক সফরের তত্ত্বাবধানে ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক জনাব অরিন্দম বিশ্বাস। সফরের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের বাস্তব বিচার ব্যবস্থার সঙ্গে সরাসরি পরিচয় করানো এবং আইনি শিক্ষাকে তাত্ত্বিক পাঠ্যপুস্তক ছাড়িয়ে প্রাত্যহিক আদালতের অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করা।

কোর্ট ভিজিট শেষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মো. মোস্তফা শাহরিয়ার খান।এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জনাব পশুপতি বিশ্বাস, স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ),জনাব বাদল কুমার চন্দ (সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট),জনাব সোহেল ম্রং (সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) এবং অন্যান্য জুডিশিয়াল কর্মকর্তাবৃন্দ।

সভায় বিচারকগণ শিক্ষার্থীদের উদ্দেশে আদালতের বাস্তবিক কার্যক্রম, বিচার প্রক্রিয়ার ধাপ, নৈতিকতা, দায়-দায়িত্ব এবং বিচার বিভাগের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তাঁরা শিক্ষার্থীদের পেশাদারিত্ব, নিষ্ঠা এবং সততার সঙ্গে ভবিষ্যতে কাজ করার জন্য অনুপ্রাণিত করেন।

শিক্ষার্থীরাও এসময় নানা প্রশ্ন করেন এবং বিচারকগণের কাছ থেকে তাৎক্ষণিক উত্তর ও দিকনির্দেশনা পান, যা তাঁদের শিক্ষাজীবনে গভীর প্রভাব ফেলবে বলে অভিমত দেন।

সহকারী অধ্যাপক অরিন্দম বিশ্বাস বলেন, “বিচার ব্যবস্থার প্রাত্যহিক বাস্তবতা অনুধাবনের জন্য এ ধরনের কোর্ট ভিজিট অত্যন্ত জরুরি। এটি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং পেশাগত মানসিকতা গড়ে তোলে।”

সফরে অংশগ্রহণকারী এক শিক্ষার্থী বলেন, “এটাই প্রথমবার আদালতের ভেতরের পরিবেশ সরাসরি দেখা। মামলার শুনানি, বিচারকদের আচরণ, আদালতের শৃঙ্খলা সবকিছু দেখে অনেক কিছু শিখেছি।”

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ নিয়মিতভাবেই শিক্ষার্থীদের একাডেমিক পাঠ্যক্রমের পাশাপাশি বাস্তব প্রশিক্ষণের ওপর জোর দিয়ে থাকে। এই কোর্ট ভিজিট তারই একটি সফল বাস্তবায়ন।