ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
পুলিশের সাথে রোহিঙ্গা কিশোরী উধাও নোয়াখালীতে দিনমজুরকে জবাই করে হত্যা, ৪৪ দিন পর লাশ উত্তোলন সালাউদ্দীন কাদের চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষীদাতা সিরু বাঙালির ফাঁসির দাবি উন্নয়ন বৈষম্যের গ্যাঁড়াকলে রংপুর: একনেক থেকে বাদ পড়লো উন্নয়ন প্রকল্প আ’লীগ নেতা তুষার কান্তির ৭দিনের রিমান্ড মঞ্জুর সিলেট ওসমানী মেডিকেলের হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা বাংলাদেশকে দুই বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক মানহানি মামলায় খালাস পেলেন তারেক রহমান ফের ৫ দিনের রিমান্ডে আনিসুল হক ও সালমান বসুন্ধরা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষককে পুনর্বহালে সেনাবাহিনীর হস্তক্ষেপ চায় শিক্ষার্থীরা

জবির হল উদ্ধার নিয়ে ভূয়া তথ্য, শিক্ষার্থীদের ক্ষোভ

মো রাকিব হাসান, জবি প্রতিনিধি
  • Update Time : ১২:০২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
  • / ২১ Time View

আবু বকর খান।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় দখলকৃত তিব্বত হল উদ্ধার নিয়ে ভুয়া তথ্য ছড়িয়ে সাধারন শিক্ষার্থীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু বকর খান। তিনি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

আবু বকর খান।

জানা যায়, গত ৩১ শে আগস্ট রবিবার ঢাকা জেলা প্রশাসকের এডিসি শিবলি সাদিক ও এডিসি রাজস্ব মেহেরুন্নেছার বরাত দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে দখলকৃত হল উদ্ধারের বিষয়ে লেখালেখি করেন আবু বকর।

তিনি লিখেন, আগামী রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ের পক্ষ থেকে অবৈধ ব্যবসায়ীদের মার্কেট খালি করে দেওয়ার জন্য নোটিশ দেওয়া হবে এবং তিব্বত হল জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে স্থায়ীভাবে বরাদ্দ দেওয়া হবে এবং বরাদ্দের বিষয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বৈঠক করবে ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক শিবলি সাদিক (রাজস্ব)। তার এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় যা নিয়ে সাধারন শিক্ষার্থীদের ভিতরে উন্মাদনা তৈরি হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই পোস্টের কিছুক্ষণ পরেই শিক্ষার্থীদের মাঝে হল উদ্ধারের বিষয়টি দৃঢ় করার জন্য আরেকটি পোস্ট দেন। সে পোস্টে তিনি লেখেন তিব্বত হলের নদীর দিকের সিটটি আমার। বুক করলাম কিন্তু। একই দিন আবু বকর খানের বরাত দিয়ে হল খালি করতে ব্যাবসায়ীদের তিন দিনের আল্টিমেটাম দেয়া হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট দেখা যায়।

এদিকে হল উদ্ধারের বিষয়ে গত রবিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে জেলা প্রশাসকের বৈঠকের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসক ও জেলা প্রশাসক কেউই অবগত নয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি কর্মকর্তা কামাল হোসেন বলেন, জেলা প্রশাসক থেকে আমরা এ ধরনের কোন নোটিশ পাই নি। এ তথ্য যে বা যারা ছড়িয়েছে তা সম্পূর্ণ ভূয়া।

এদিকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নির্বাচিত বিভাগ প্রতিনিধিরাও হল উদ্ধার নিয়ে আবু বকরের দেওয়া তথ্য সম্পর্কে অবগত নয়। শিক্ষার্থীদের দাবি, হলের বিষয়ে ভুয়া তথ্য ছড়ানোর অন্যতম কুশিলবও এই আবু বকর। শিক্ষার্থীরা বলেন, আমরা দেখতে পাচ্ছি হল উদ্ধার নিয়ে আবু বকরই বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক পোস্ট দিয়ে থাকেন। তিনি নিজেও বিশ্ববিদ্যালয়ের একটই ফেসবুক গ্রুপে এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন। তিনি যে সাধারন শিক্ষার্থীদের সেন্টিমেন্ট ব্যবহার করে এভাবে সকলের সাথে প্রতারনা করবেন সেটা আসলেই দুঃখের বিষয়।

এদিকে তিব্বত হলে অবস্থানকারী ব্যবসায়ীদের হল খালি করতে কোন নোটিশ এবং আলটিমেটাম জেলা প্রশাসকের নিকট থেকে দেওয়া হয়নি বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক শিবলি সাদিক।

তিনি বলেন, না, সেখানে আলটিমেটামের কোনো ইস্যু নাই। আমাদের এসি ল্যান্ড ম্যাডাম গিয়েছেন, কাগজপত্র দেখাতে বলেছেন। পরে তারা বলেছিল, আমরা আগামীকাল কাগজপত্র জমা দিয়ে আসবো। পরবর্তীতে তিব্বত হলের যারা দায়িত্ব আছেন তারা গত ৩ সেপ্টেম্বর কাগজপত্র জমা দিয়ে গেছেন।

এ ছাড়া ঢাকা জেলার সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার বলেন, সেদিন কোনো আলটিমেটাম দেওয়া হয়নি। আমি সেখানে গিয়েছি। তাঁদের কাছে যে সকল কাগজপত্র রয়েছে, সবই আমি তিনদিনের মধ্যে জেলা প্রশাসন নিকট জমা দিতে বলেছি। তিব্বত হলের মুজিবুর রহমান ও তাঁদের কয়েকজন আইনজীবীরা দুই দিনের মাথায় জমা দিয়ে গেছেন। কাগজপত্রগুলো এখনো দেখার সুযোগ হয়নি। দেখে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয় তিব্বত হলের একাধিক ব্যবসায়ীরা বলেন, আমরা এ ধরনের কোন নোটিশ পাই নি। আমাদের এখানে জেলা প্রসাসক থেকে কর্মকর্তারা এসে আমাদের কাছে ডকুমেন্টস চেয়েছে। আমরা সে ডকুমেন্টস তাদের কাছে ইতোমধ্যে জমা দিয়েছি। দোকান ছেড়ে দেওয়ার বিষয়ে আমাদের কেউ কিছু বলে নি।

এদিকে শিক্ষার্থীদের সাথে শুধু প্রতারনা করেই ক্ষান্ত হননি আবু বকর। তার বিরুদ্ধে ইতোমধ্যে চাঁদাবাজির অভিযোগ উঠেছে যা একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

জানা যায় আবু বকর শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন গুজব ছড়িয়ে পুরান ঢাকার স্থানীয় ব্যবসায়ী, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যম্পাসের ঠিকাদারদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ ইতোমধ্যে গণমাধ্যমে প্রকাশ হয়েছে।

ফেসবুক পোস্টের বিষয়ে আবু বকর বলেন, ব্যবসায়ীদের হল খালি করতে তিন দিনের আল্টিমেটাম দেয়ার বিষয়টি ভুল ছিলো। তাদেরকে তিন দিনের মধ্যে কাগজপত্র জমা দেয়ার জন্য বলেছিলো জেলা প্রশাসন। আমার কথা একজনের কাছ থেকে একজনের কাছে গেছে, এজন্য হয়তো ভুল একটা তথ্য ছড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

জবির হল উদ্ধার নিয়ে ভূয়া তথ্য, শিক্ষার্থীদের ক্ষোভ

মো রাকিব হাসান, জবি প্রতিনিধি
Update Time : ১২:০২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয় দখলকৃত তিব্বত হল উদ্ধার নিয়ে ভুয়া তথ্য ছড়িয়ে সাধারন শিক্ষার্থীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু বকর খান। তিনি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

আবু বকর খান।

জানা যায়, গত ৩১ শে আগস্ট রবিবার ঢাকা জেলা প্রশাসকের এডিসি শিবলি সাদিক ও এডিসি রাজস্ব মেহেরুন্নেছার বরাত দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে দখলকৃত হল উদ্ধারের বিষয়ে লেখালেখি করেন আবু বকর।

তিনি লিখেন, আগামী রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ের পক্ষ থেকে অবৈধ ব্যবসায়ীদের মার্কেট খালি করে দেওয়ার জন্য নোটিশ দেওয়া হবে এবং তিব্বত হল জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে স্থায়ীভাবে বরাদ্দ দেওয়া হবে এবং বরাদ্দের বিষয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বৈঠক করবে ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক শিবলি সাদিক (রাজস্ব)। তার এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় যা নিয়ে সাধারন শিক্ষার্থীদের ভিতরে উন্মাদনা তৈরি হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই পোস্টের কিছুক্ষণ পরেই শিক্ষার্থীদের মাঝে হল উদ্ধারের বিষয়টি দৃঢ় করার জন্য আরেকটি পোস্ট দেন। সে পোস্টে তিনি লেখেন তিব্বত হলের নদীর দিকের সিটটি আমার। বুক করলাম কিন্তু। একই দিন আবু বকর খানের বরাত দিয়ে হল খালি করতে ব্যাবসায়ীদের তিন দিনের আল্টিমেটাম দেয়া হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট দেখা যায়।

এদিকে হল উদ্ধারের বিষয়ে গত রবিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে জেলা প্রশাসকের বৈঠকের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসক ও জেলা প্রশাসক কেউই অবগত নয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি কর্মকর্তা কামাল হোসেন বলেন, জেলা প্রশাসক থেকে আমরা এ ধরনের কোন নোটিশ পাই নি। এ তথ্য যে বা যারা ছড়িয়েছে তা সম্পূর্ণ ভূয়া।

এদিকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নির্বাচিত বিভাগ প্রতিনিধিরাও হল উদ্ধার নিয়ে আবু বকরের দেওয়া তথ্য সম্পর্কে অবগত নয়। শিক্ষার্থীদের দাবি, হলের বিষয়ে ভুয়া তথ্য ছড়ানোর অন্যতম কুশিলবও এই আবু বকর। শিক্ষার্থীরা বলেন, আমরা দেখতে পাচ্ছি হল উদ্ধার নিয়ে আবু বকরই বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক পোস্ট দিয়ে থাকেন। তিনি নিজেও বিশ্ববিদ্যালয়ের একটই ফেসবুক গ্রুপে এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন। তিনি যে সাধারন শিক্ষার্থীদের সেন্টিমেন্ট ব্যবহার করে এভাবে সকলের সাথে প্রতারনা করবেন সেটা আসলেই দুঃখের বিষয়।

এদিকে তিব্বত হলে অবস্থানকারী ব্যবসায়ীদের হল খালি করতে কোন নোটিশ এবং আলটিমেটাম জেলা প্রশাসকের নিকট থেকে দেওয়া হয়নি বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক শিবলি সাদিক।

তিনি বলেন, না, সেখানে আলটিমেটামের কোনো ইস্যু নাই। আমাদের এসি ল্যান্ড ম্যাডাম গিয়েছেন, কাগজপত্র দেখাতে বলেছেন। পরে তারা বলেছিল, আমরা আগামীকাল কাগজপত্র জমা দিয়ে আসবো। পরবর্তীতে তিব্বত হলের যারা দায়িত্ব আছেন তারা গত ৩ সেপ্টেম্বর কাগজপত্র জমা দিয়ে গেছেন।

এ ছাড়া ঢাকা জেলার সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার বলেন, সেদিন কোনো আলটিমেটাম দেওয়া হয়নি। আমি সেখানে গিয়েছি। তাঁদের কাছে যে সকল কাগজপত্র রয়েছে, সবই আমি তিনদিনের মধ্যে জেলা প্রশাসন নিকট জমা দিতে বলেছি। তিব্বত হলের মুজিবুর রহমান ও তাঁদের কয়েকজন আইনজীবীরা দুই দিনের মাথায় জমা দিয়ে গেছেন। কাগজপত্রগুলো এখনো দেখার সুযোগ হয়নি। দেখে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয় তিব্বত হলের একাধিক ব্যবসায়ীরা বলেন, আমরা এ ধরনের কোন নোটিশ পাই নি। আমাদের এখানে জেলা প্রসাসক থেকে কর্মকর্তারা এসে আমাদের কাছে ডকুমেন্টস চেয়েছে। আমরা সে ডকুমেন্টস তাদের কাছে ইতোমধ্যে জমা দিয়েছি। দোকান ছেড়ে দেওয়ার বিষয়ে আমাদের কেউ কিছু বলে নি।

এদিকে শিক্ষার্থীদের সাথে শুধু প্রতারনা করেই ক্ষান্ত হননি আবু বকর। তার বিরুদ্ধে ইতোমধ্যে চাঁদাবাজির অভিযোগ উঠেছে যা একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

জানা যায় আবু বকর শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন গুজব ছড়িয়ে পুরান ঢাকার স্থানীয় ব্যবসায়ী, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যম্পাসের ঠিকাদারদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ ইতোমধ্যে গণমাধ্যমে প্রকাশ হয়েছে।

ফেসবুক পোস্টের বিষয়ে আবু বকর বলেন, ব্যবসায়ীদের হল খালি করতে তিন দিনের আল্টিমেটাম দেয়ার বিষয়টি ভুল ছিলো। তাদেরকে তিন দিনের মধ্যে কাগজপত্র জমা দেয়ার জন্য বলেছিলো জেলা প্রশাসন। আমার কথা একজনের কাছ থেকে একজনের কাছে গেছে, এজন্য হয়তো ভুল একটা তথ্য ছড়িয়েছে।