জবিতে মাদারীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের আংশিক কমিটি গঠন
- Update Time : ০৯:৫০:১৭ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
- / ৩৩ Time View
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে(জবি) অধ্যয়নরত মাদারীপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘মাদারীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ’-এর নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে।
এতে মো. ফয়সাল রহমানকে সভাপতি এবং আঃ রহমান আলিকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
আজ, (২২ ডিসেম্বর) ২০২৫ তারিখে সংগঠনের প্রধান ছাত্র উপদেষ্টা কাজী রফিকুল ইসলামসহ অন্যান্য উপদেষ্টাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী ১ বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য পদাধিকারীরা হলেন— সহ-সভাপতি মো. রবিন শেখ ও আসাদ আব্দুল্লাহ; যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান মাহমুদ ও খন্দকার রাকিব আহমেদ; সাংগঠনিক সম্পাদক আসিফ আদনাদ, মো. তাহসিনুল ইসলাম ও নয়নতারা বড়ুই।
এছাড়া কমিটির দপ্তর সম্পাদক হিসেবে মো. হান্নান হাওলাদার, কোষাধ্যক্ষ তানজিম সিয়াম, প্রচার সম্পাদক জুয়েল আহমেদ, আইন ও মানবাধিকার সম্পাদক আনিকা তাসনিম খান এবং নারী বিষয়ক সম্পাদক হিসেবে সাদিয়া নুসরাত লাবণ্য দায়িত্ব পেয়েছেন।
অনুমোদিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৪৫ দিনের মধ্যে এই আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, বিশ্ববিদ্যালয়ে মাদারীপুর জেলার শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ রাখা এবং তাদের কল্যাণে কাজ করাই হবে এই সংগঠনের মূল লক্ষ্য।



























































































































































































