ছারছীনা দরবার শরীফের ১৩৪ তম বার্ষিক মাহফিল শেষ হলো
- Update Time : ০৭:১৪:৩২ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
- / ১০১ Time View
পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার সন্ধ্যা নদীর পূর্বপাড়ে প্রাচীন দরবার ছারছিনা দরবারের বার্ষিক মাহফিল বাদ জোহর দোয়া ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনের মাহফিল শেষ হলো। মোনাজাত পরিচালনা করেন আমীরে হিযবুল্লাহ ছারছীনা দরবার শরীফের আলা হযরত পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ আবু নছরনেছারুদ্দীন আহমদ হোসাইন মাঃজিঃআঃ।
গত শুক্রবার থেকে শুরু হয়ে আজ লখো মুসলমানের আমিন আমিন ধ্বনি ও চোখের পানিতে শেষ হলো ছারছীনা দরবার শরীফের ১৩৪ মত বার্ষিক মাহফিল।
পীর সাহেব বলেন, আমাদের ধর্ম ইসলাম। অথচ ৯৫ শতাংশ মুসলিমদেরবসবাসরত এদেশে ইসলাম নিয়ে দিন দিন ছিনিমিনি খেলা হচ্ছে। যার প্রভাব পড়েছে সকল সকল শিক্ষা ধারায় স্কুল কলেজ ও মাদ্রাসায় শিক্ষাপ্রতিষ্ঠানে। এ থেকে মাদরাসা শিক্ষাও বাদ যাচ্ছে না। আধুনিক অথবা সমমানের শিক্ষার নামে মাদরাসা শিক্ষাকেও ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হচ্ছে। বিগত দিনে শিক্ষা ব্যবস্থা জাতিকে হতাশ করেছে। আর এর মাশুল দিচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা।
আগামীতে পাঠ্যসূচিতে আওলিয়ায়ে কেরামদের আবাদকৃত দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার জন্য বর্তমান সরকারের নিকট জোর দাবি জানান।
মাহফিলের ২য় দিন গতকাল মাহফিলে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভাইসচ্যান্সেলর প্রফেসর ড. মো. শামসুল আলম, প্রো-ভিসি আবু জাফর খান, ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর মাওলানা শাহ মো. নেছারুল হক, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহা. আবদুর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. হাফেজ মাওলানা মো. রুহুল আমিন, পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান সহ অন্যান্য প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।
এসময় ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভাইসচ্যান্সেলর প্রফেসর ড. মো. শামসুল আলম বলেন, আজ থেকে ১৩৩ বছর পূর্বে এখানে মাহফিলের সূচনা হয়। এই আলিয়া মাদরাসা দেশের সর্বপ্রথম কামিল মাদরাসা,আর এই মাদরাসার ছাত্ররা পৃথিবীর বিভিন্ন স্থানে কর্মরত আছেন, আমার বাবাও এই মাদরাসার ছাত্র ছিলেন। তার কাছে এই প্রাচীন দরবারের অবদানের কথা অনেক জেনেছি।বর্তমানেছারছীনা দরবার শরীফের কার্যক্রম বিশ্বব্যাপী বিরাজমান রয়েছে। আমি এ দরবারে আসতে পেরে গর্বিত।
ছারছীনা পীর ছাহেবের দাবী প্রসঙ্গে বলেন,তিনি বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা গ্রহনের চেষ্টা করবেন। ইতিমধ্যে বৈরি আবহাওয়া উপেক্ষা করে দেশ বিদেশ বিভিন্ন যানবাহনে থেকে কয়েক লাখ ধর্মপ্রাণ মুসল্লিগণ মাহফিল উপস্হিত হয়েছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়