ঢাকা ১১:১৭ অপরাহ্ন, সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে বান্দরবানে স্মরণসভা

রিমন পালিত, বান্দরবান প্রতিনিধি
  • Update Time : ০৭:০২:২৯ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
  • / ২০ Time View

জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে বান্দরবানে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বান্দরবান জেলা প্রশাসক আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন।

সভায় জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং আহতদের সুস্থতা ও শহীদদের মাগফেরাত,দেশ ও জাতীর মঙ্গল কামানায় দোয়া কামনা করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) চাই থোয়াইহলা চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন,শহিদ পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের আশ্বাস দেন। তিনি বলেন, “তাদের এই আত্মত্যাগ আমাদের দেশের গণতন্ত্র রক্ষায় একটি মাইলফলক হিসেবে চিহ্নিত থাকবে।”

অন্যান্য ভক্তেরা বলেন, এই বিপ্লবকে ধারণ করে বৈষম্যমুক্ত দেশ গড়ে তুলতে হবে। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। তাই সকলকে এক হয়ে দেশের জন্য কাজ করতে হবে।

নওরোজ/এসএইচ

Please Share This Post in Your Social Media

ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে বান্দরবানে স্মরণসভা

রিমন পালিত, বান্দরবান প্রতিনিধি
Update Time : ০৭:০২:২৯ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে বান্দরবানে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বান্দরবান জেলা প্রশাসক আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন।

সভায় জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং আহতদের সুস্থতা ও শহীদদের মাগফেরাত,দেশ ও জাতীর মঙ্গল কামানায় দোয়া কামনা করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) চাই থোয়াইহলা চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন,শহিদ পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের আশ্বাস দেন। তিনি বলেন, “তাদের এই আত্মত্যাগ আমাদের দেশের গণতন্ত্র রক্ষায় একটি মাইলফলক হিসেবে চিহ্নিত থাকবে।”

অন্যান্য ভক্তেরা বলেন, এই বিপ্লবকে ধারণ করে বৈষম্যমুক্ত দেশ গড়ে তুলতে হবে। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। তাই সকলকে এক হয়ে দেশের জন্য কাজ করতে হবে।

নওরোজ/এসএইচ