ছাত্র-জনতার উপর হামলা মামলার আসামী ঢাকা থেকে গ্রেপ্তার

- Update Time : ০১:৫৬:২০ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
- / ৫০৩ Time View
ছাত্র-জনতার উপর হামলা মামলার এজাহার ভুক্ত আসামী জসিম উদ্দিনকে(৪৪)কে আটক করেছে চাঁদগাঁও থানা পুলিশ।
সোমবার(২ জুন) সকালে ঢাকার টঙ্গীর একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আটক জসিম উদ্দিন লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আমতলি মাঝের পাড়া মুহাম্মদ ইদ্রিসের পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম চাঁদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু: আফতাব উদ্দীন।
জানা যায়, ৫ ই আগষ্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর নিজ উপজেলা লোহাগাড়া ছেড়ে পালিয়ে গিয়ে ঢাকার একটি বাসায় দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম চাঁদগাঁও থানা পুলিশ ঢাকা টঙ্গীর সেই বাসাতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়, তিনি ছাত্র-জনতার উপর হামলায় চট্টগ্রাম চাঁদগাঁও থানায় দায়েকৃত মামলার ৭ নম্বর এজাহার নামীয় আসামী ছিলেন।
এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন চাঁদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দীন জানান, আটক ব্যাক্তিটি একজন এজাহারভুক্ত আসামী, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার টঙ্গীর একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয় এবং ধৃত আসামীকে যথাযথ আইনে আদালতে প্রেরণ করা হয়েছে।