ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
পুলিশের সাথে রোহিঙ্গা কিশোরী উধাও নোয়াখালীতে দিনমজুরকে জবাই করে হত্যা, ৪৪ দিন পর লাশ উত্তোলন সালাউদ্দীন কাদের চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষীদাতা সিরু বাঙালির ফাঁসির দাবি উন্নয়ন বৈষম্যের গ্যাঁড়াকলে রংপুর: একনেক থেকে বাদ পড়লো উন্নয়ন প্রকল্প আ’লীগ নেতা তুষার কান্তির ৭দিনের রিমান্ড মঞ্জুর সিলেট ওসমানী মেডিকেলের হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা বাংলাদেশকে দুই বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক মানহানি মামলায় খালাস পেলেন তারেক রহমান ফের ৫ দিনের রিমান্ডে আনিসুল হক ও সালমান বসুন্ধরা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষককে পুনর্বহালে সেনাবাহিনীর হস্তক্ষেপ চায় শিক্ষার্থীরা

ছাত্র-জনতার আন্দোলনের বিপ্লবকে বিতর্কিত করতে অপচেষ্টা চালানো হচ্ছে

কামরুল হাসান টিটু, রংপুর
  • Update Time : ০১:৩৫:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪
  • / ২৯ Time View

ছাত্র-জনতার রক্তস্নাত গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগষ্ট অর্জিত বিপ্লবকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে একটি কুচক্রী মহল। যখন দেশের স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের সাথে সার্বিকভাবে সহযোগিতা করে চলছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ঠিক তখনই ওই মহলটি ব্যক্তি আক্রশ মেটাতে মামলা বাণিজ্য, শিক্ষাঙ্গনের অস্থিতিশীল পরিবেশ গড়ে তোলাসহ নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদেরকে কঠোর হস্তে দমন করাসহ যেকোনো অন্যায়-অনিয়ম ও আইনবহির্ভূত অপরাধ প্রতিরোধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সদা সর্বদা জাগ্রত আছে বলে জানান রংপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইমরান আহমেদ।

গতকাল রবিবার রাত ৯ টায় রংপুর নগরীর সুমি কমিউনিটি হলরুমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সংবাদ সম্মেলন করে এমন হুঁশিয়ারি দেন তিনি।

সংবাদ সম্মেলনের শুরুতে ছাত্র-জনতার আন্দোলনে পাশে থেকে সর্বাত্মক সহযোগিতার করায় সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে ছাত্র আন্দোলনের সমন্বয়করা অভিযোগ করেন প্রকৃত হত্যাকারীদের আড়াল করে নিরাপরাধ, অসহায় এবং অজ্ঞাত মানুষদের মামলায় জড়িয়ে দেয়া হচ্ছে। এটি আইনের সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। আমরা মনে করি অর্জিত বিপ্লবকে বিতর্কিত করার অপচেষ্টা করেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে একটি মহল সাম্প্রদায়িক হামলা, দখল, লুটপাটের মতো ঘটনা ঘটিয়েছে, যার সাথে ছাত্র আন্দোলনের কোন সম্পর্ক নেই।

শিক্ষাপ্রতিষ্ঠানে সৃষ্ট পদত্যাগের প্রক্রিয়া নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, কাউকে অপমান, অপদস্ত, হেয় করার সাথে আমাদের সম্পৃক্ততা নেই। আমরা মনে করি, কারো বিরুদ্ধে অন্যায়, অনিয়ম, দুর্নীতি, স্বৈরাচারী অভিযোগ থাকলে এবং এর প্রমাণ থাকলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এর সমাধান হওয়া উচিত। আমাদের পরামর্শ আপনারা দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইনগত সহায়তা নেবেন। প্রয়োজনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তরের উর্ধ্বতনদের অবগত করেন। কিন্তু কেউ ছাত্র আন্দোলনের অর্জিত বিপ্লবকে বিতর্কিত করার অপচেষ্টা বা নিজেদের স্বার্থে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে জড়াবেন না। কারণ এমন কর্মকাণ্ডে আমাদের সম্পৃক্ততা নেই।

তাদের জন্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধানে যাওয়ার পরামর্শ আমরা দিতে পারি। গঠনমূলক এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে দোষীদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার সকলের রয়েছে তবে সেটি গঠনমূলক হতে হবে। যাতে করে নিজেই কেউ হাতে তুলে না নেন সেদিকে নজর দিতে হবে।

মামলা বাণিজ্য বিষয়ে নেতৃবৃন্দ বলেন, যারা নিরাপরাধ তাদের মামলা থেকে অব্যাহতি দিতে হবে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে। এমন কিছু করা যাবে না যাতে বিচার প্রক্রিয়া ব্যহত হয়। প্রকৃত ভুক্তভোগী বা মামলার বাদীরা ন্যায় বিচার থেকে যাতে বঞ্চিত না হয়, সেই দিকে বেশি গুরুত্ব দিতে হবে। পুলিশ প্রশাসনসহ বিচার বিভাগের প্রতি সঠিক ও গ্রহণযোগ্য তদন্তের আহ্বান জানান তারা। একই সাথে যারা মামলা বাণিজ্য করছে তাদের প্রতি কড়া হুশিয়ারী দেন ছাত্র নেতারা।

হাসিনার দোষররাই নানামুখী ষড়যন্ত্রের কলকাটি নাড়ছে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এই মূহুর্তে সংকটময় পরিস্থিতিতে আমাদের সবার মধ্যে ঐক্যবদ্ধ থাকাই জরুরি। তবে বিগত সময়ে যারা রাজনীতি করেছে কিন্তু কোন অপরাধের সাথে যুক্ত থাকেনি তাদেরকে মামলা বা হয়রানি না করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করেছেন। আইনশৃঙ্খলা বাহিনী তাদের উপর অর্পিত দায়িত্ব স্বাধীনভাবে পালন করবে, এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সার্বিকভাবে সহযোগিতা করবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে কোন ব্যক্তি বা গোষ্ঠী তাদের স্বার্থ হাসিল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। প্রয়োজনে প্রতিরোধ করা হবে। এসময় ভয়াবহ বন্যা পরিস্থিতিতে সকল শ্রেণিপেশার মানুষের অভাবনীয় অংশগ্রহণ ও সহায়তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে সকল দুর্যোগে এবং দেশের গঠনমূলক সংস্কারে পাশে থাকার আহ্বান তারা।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুরের সমন্বয়ক ইমতিয়াজ আহমেদ, নাহিদ হাসান খন্দকার, আলী হোসেন সাঈফ, লিমন পাঠান, ইয়াছির আরাফাত প্রমুখ।

Please Share This Post in Your Social Media

ছাত্র-জনতার আন্দোলনের বিপ্লবকে বিতর্কিত করতে অপচেষ্টা চালানো হচ্ছে

কামরুল হাসান টিটু, রংপুর
Update Time : ০১:৩৫:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪

ছাত্র-জনতার রক্তস্নাত গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগষ্ট অর্জিত বিপ্লবকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে একটি কুচক্রী মহল। যখন দেশের স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের সাথে সার্বিকভাবে সহযোগিতা করে চলছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ঠিক তখনই ওই মহলটি ব্যক্তি আক্রশ মেটাতে মামলা বাণিজ্য, শিক্ষাঙ্গনের অস্থিতিশীল পরিবেশ গড়ে তোলাসহ নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদেরকে কঠোর হস্তে দমন করাসহ যেকোনো অন্যায়-অনিয়ম ও আইনবহির্ভূত অপরাধ প্রতিরোধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সদা সর্বদা জাগ্রত আছে বলে জানান রংপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইমরান আহমেদ।

গতকাল রবিবার রাত ৯ টায় রংপুর নগরীর সুমি কমিউনিটি হলরুমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সংবাদ সম্মেলন করে এমন হুঁশিয়ারি দেন তিনি।

সংবাদ সম্মেলনের শুরুতে ছাত্র-জনতার আন্দোলনে পাশে থেকে সর্বাত্মক সহযোগিতার করায় সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে ছাত্র আন্দোলনের সমন্বয়করা অভিযোগ করেন প্রকৃত হত্যাকারীদের আড়াল করে নিরাপরাধ, অসহায় এবং অজ্ঞাত মানুষদের মামলায় জড়িয়ে দেয়া হচ্ছে। এটি আইনের সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। আমরা মনে করি অর্জিত বিপ্লবকে বিতর্কিত করার অপচেষ্টা করেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে একটি মহল সাম্প্রদায়িক হামলা, দখল, লুটপাটের মতো ঘটনা ঘটিয়েছে, যার সাথে ছাত্র আন্দোলনের কোন সম্পর্ক নেই।

শিক্ষাপ্রতিষ্ঠানে সৃষ্ট পদত্যাগের প্রক্রিয়া নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, কাউকে অপমান, অপদস্ত, হেয় করার সাথে আমাদের সম্পৃক্ততা নেই। আমরা মনে করি, কারো বিরুদ্ধে অন্যায়, অনিয়ম, দুর্নীতি, স্বৈরাচারী অভিযোগ থাকলে এবং এর প্রমাণ থাকলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এর সমাধান হওয়া উচিত। আমাদের পরামর্শ আপনারা দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইনগত সহায়তা নেবেন। প্রয়োজনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তরের উর্ধ্বতনদের অবগত করেন। কিন্তু কেউ ছাত্র আন্দোলনের অর্জিত বিপ্লবকে বিতর্কিত করার অপচেষ্টা বা নিজেদের স্বার্থে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে জড়াবেন না। কারণ এমন কর্মকাণ্ডে আমাদের সম্পৃক্ততা নেই।

তাদের জন্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধানে যাওয়ার পরামর্শ আমরা দিতে পারি। গঠনমূলক এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে দোষীদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার সকলের রয়েছে তবে সেটি গঠনমূলক হতে হবে। যাতে করে নিজেই কেউ হাতে তুলে না নেন সেদিকে নজর দিতে হবে।

মামলা বাণিজ্য বিষয়ে নেতৃবৃন্দ বলেন, যারা নিরাপরাধ তাদের মামলা থেকে অব্যাহতি দিতে হবে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে। এমন কিছু করা যাবে না যাতে বিচার প্রক্রিয়া ব্যহত হয়। প্রকৃত ভুক্তভোগী বা মামলার বাদীরা ন্যায় বিচার থেকে যাতে বঞ্চিত না হয়, সেই দিকে বেশি গুরুত্ব দিতে হবে। পুলিশ প্রশাসনসহ বিচার বিভাগের প্রতি সঠিক ও গ্রহণযোগ্য তদন্তের আহ্বান জানান তারা। একই সাথে যারা মামলা বাণিজ্য করছে তাদের প্রতি কড়া হুশিয়ারী দেন ছাত্র নেতারা।

হাসিনার দোষররাই নানামুখী ষড়যন্ত্রের কলকাটি নাড়ছে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এই মূহুর্তে সংকটময় পরিস্থিতিতে আমাদের সবার মধ্যে ঐক্যবদ্ধ থাকাই জরুরি। তবে বিগত সময়ে যারা রাজনীতি করেছে কিন্তু কোন অপরাধের সাথে যুক্ত থাকেনি তাদেরকে মামলা বা হয়রানি না করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করেছেন। আইনশৃঙ্খলা বাহিনী তাদের উপর অর্পিত দায়িত্ব স্বাধীনভাবে পালন করবে, এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সার্বিকভাবে সহযোগিতা করবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে কোন ব্যক্তি বা গোষ্ঠী তাদের স্বার্থ হাসিল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। প্রয়োজনে প্রতিরোধ করা হবে। এসময় ভয়াবহ বন্যা পরিস্থিতিতে সকল শ্রেণিপেশার মানুষের অভাবনীয় অংশগ্রহণ ও সহায়তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে সকল দুর্যোগে এবং দেশের গঠনমূলক সংস্কারে পাশে থাকার আহ্বান তারা।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুরের সমন্বয়ক ইমতিয়াজ আহমেদ, নাহিদ হাসান খন্দকার, আলী হোসেন সাঈফ, লিমন পাঠান, ইয়াছির আরাফাত প্রমুখ।