ছাত্রফ্রন্ট নেতাকর্মীদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন ও সমাবেশ

- Update Time : ০৮:৪৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩
- / ১৬০ Time View
সাত কলেজে গনতান্ত্রিক আন্দোলনে ছাত্রফ্রন্ট নেতাকর্মীদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরের ডিবি রোড গানাসাস মার্কেটের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন গাইবান্ধা সরকারি কলেজ শাখা সভাপতি কলি রাণী বর্মন, সাধারণ স¤পাদক কামরুল হাসান বসুনিয়া, সংগঠক পল্লব কুমার, মোখলেছুর রহমান প্রমূখ।
বক্তারা সাত কলেজে গনতান্ত্রিক আন্দোলনে ন্যাক্কারজনক হামলা গ্রেফতার এর প্রতিবাদ জানান এবং কেন গনতান্ত্রিক আন্দোলন, মত প্রকাশের স্বাধীনতা হরণকারী এ সরকারের পেটোয়া বাহিনীর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।
বক্তারা অবিলম্বে গনতান্ত্রিক আন্দোলনে গ্রেফতারকৃত ছাত্রফ্রন্ট নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।
২১০ দিন ক্লাস, একাডেমিক ক্যালেন্ডার চালু, স্বতন্ত্র পরীক্ষার হল নির্মাণ করে পর্যাপ্ত ক্লাস চালু সেশন জট নিরসন কর, ন্যায় সঙ্গত সকল আন্দোলনে পুলিশী নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদ জানান। সেইসাথে সকল ন্যায্য আন্দোলনে ছাত্র সমাজকে প্রতিবাদে সামিল হওয়ার আহবান জানান।