ঢাকা ১২:১০ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে সরকার কুবি শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টায় দুটি বাস সহ গ্রেফতার ২ নোয়াখালীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা অ্যাকশনে নেমেছেন সিলেটের নতুন ডিসি মো. সারওয়ার আলম সম্পত্তির জন‍্য পিতাকে কোপালো দুই ছেলে মহাদেবপুরে ধর্ষককে ছেড়ে দিয়ে নির্যাতিতাকে তালাক দেওয়ালেন মাতব্বররা নোয়াখালীতে জামায়াতের ৭ নেতাকর্মি হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার প্রতিজ্ঞা ভেঙে হোয়াইট হাউসে জেলেনস্কি পটুয়াখালীতে ডাচ-বাংলা ব্যাংকের বুথ ডাকাতির মূলহোতা গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় নবাগত জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার যোগদান

চুয়াডাঙ্গা প্রতিনিধি
  • Update Time : ০৯:৫৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩
  • / ৮৫০ Time View

চুয়াডাঙ্গায় নবাগত জেলা প্রশাসক হিসাবে ড. কিসিঞ্জার চাকমা যোগদান করেছেন। সোমবার সকাল ১১ টায় বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান এর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার বুঝে নেন নবাগত জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। যদিও গত রোববার বিকেলে ড.কিসিঞ্জার চাকমা চুয়াডাঙ্গা সার্কিট হাউসে এসে পৌঁছান।

সোমবার আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকের বরন শেষে বিদায়ী জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনার সর্বশেষ পর্বটি শেষ করা হয় । এরপর বিকাল পাঁচটায় চুয়াডাঙ্গা জেলার শেষ সীমান্তবর্তী এলাকা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের দশ মাইল বাজারে জেলা প্রশাসনের গাড়ি বহর নিয়ে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানকে স-পরিবারে এ জেলার জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে দায়িত্বের শেষ বিদায় জানানো হয়। এ বিদায় অনুষ্ঠানে নবাগত জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমাও গাড়িবহর নিয়ে উপস্থিত ছিলেন।

নবাগত চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড.কিসিঞ্জার চাকমার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে চাইলে অত্যন্ত বিনয়ী স্বরে বলেন , ১৯৯৪ সালে এসএসসি ১৯৯৬ সালে এইচএসসি পাশের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিষয়ে পড়ালেখা শুরু করি।

এরপর অত্যন্ত কৃতিত্বের সহিত অনার্স মাস্টার্স সম্পন্ন করে ২৭তম বিসিএস এর মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। তিনি তার পড়ালেখার সুবাদে ও প্রশাসনের চাকরি পাওয়ার পর বিভিন্ন দেশ সফর করেছেন। যার মধ্যে রয়েছে জাপান, মালয়েশিয়া,ভিয়েতনাম, যুক্তরাষ্ট্র, ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশ। নবাগত জেলা প্রশাসক ডক্টর কিসিঞ্জার চাকমা খাগড়াছড়ির জেলার বাসিন্দা। তিনি ব্যক্তি জীবনে বিবাহিত এবং এক পুত্র সন্তানের জনক। জেলা প্রশাসকের সহধর্মিনী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার হিসাবে চাকুরিরত। জেলা প্রশাসকের একমাত্র পুত্র সন্তান ষষ্ঠ শ্রেণীতে পড়ে।

নবাগত জেলা প্রশাসক হিসেবে চুয়াডাঙ্গা জেলার উন্নয়ন অগ্রগতিতে তিনি কি ভূমিকা রাখবেন ?এমন আলাপচারিতার এক পর্যায়ে তিনি দৈনিক আমার সংবাদকে বলেন, বিদায়ী জেলা প্রশাসকের অসমাপ্ত উন্নয়নমূলক কাজগুলো সম্পন্ন করার পাশাপাশি এ জেলার আপামোর জনসাধারণের যৌক্তিক চাহিদা অনুযায়ী যা যা প্রয়োজন সরকারি সীমাবদ্ধতার মধ্যে থেকে সেগুলো পূরণ করার চেষ্টা করবো। সরকারি কাজের বাইরে সময় সুযোগ পাইলে জনস্বার্থেও এলাকার মানুষের সামাজিক উন্নয়নে কাজ করার চেষ্টা করবো।

Please Share This Post in Your Social Media

চুয়াডাঙ্গায় নবাগত জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার যোগদান

চুয়াডাঙ্গা প্রতিনিধি
Update Time : ০৯:৫৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩

চুয়াডাঙ্গায় নবাগত জেলা প্রশাসক হিসাবে ড. কিসিঞ্জার চাকমা যোগদান করেছেন। সোমবার সকাল ১১ টায় বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান এর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার বুঝে নেন নবাগত জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। যদিও গত রোববার বিকেলে ড.কিসিঞ্জার চাকমা চুয়াডাঙ্গা সার্কিট হাউসে এসে পৌঁছান।

সোমবার আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকের বরন শেষে বিদায়ী জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনার সর্বশেষ পর্বটি শেষ করা হয় । এরপর বিকাল পাঁচটায় চুয়াডাঙ্গা জেলার শেষ সীমান্তবর্তী এলাকা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের দশ মাইল বাজারে জেলা প্রশাসনের গাড়ি বহর নিয়ে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানকে স-পরিবারে এ জেলার জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে দায়িত্বের শেষ বিদায় জানানো হয়। এ বিদায় অনুষ্ঠানে নবাগত জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমাও গাড়িবহর নিয়ে উপস্থিত ছিলেন।

নবাগত চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড.কিসিঞ্জার চাকমার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে চাইলে অত্যন্ত বিনয়ী স্বরে বলেন , ১৯৯৪ সালে এসএসসি ১৯৯৬ সালে এইচএসসি পাশের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিষয়ে পড়ালেখা শুরু করি।

এরপর অত্যন্ত কৃতিত্বের সহিত অনার্স মাস্টার্স সম্পন্ন করে ২৭তম বিসিএস এর মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। তিনি তার পড়ালেখার সুবাদে ও প্রশাসনের চাকরি পাওয়ার পর বিভিন্ন দেশ সফর করেছেন। যার মধ্যে রয়েছে জাপান, মালয়েশিয়া,ভিয়েতনাম, যুক্তরাষ্ট্র, ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশ। নবাগত জেলা প্রশাসক ডক্টর কিসিঞ্জার চাকমা খাগড়াছড়ির জেলার বাসিন্দা। তিনি ব্যক্তি জীবনে বিবাহিত এবং এক পুত্র সন্তানের জনক। জেলা প্রশাসকের সহধর্মিনী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার হিসাবে চাকুরিরত। জেলা প্রশাসকের একমাত্র পুত্র সন্তান ষষ্ঠ শ্রেণীতে পড়ে।

নবাগত জেলা প্রশাসক হিসেবে চুয়াডাঙ্গা জেলার উন্নয়ন অগ্রগতিতে তিনি কি ভূমিকা রাখবেন ?এমন আলাপচারিতার এক পর্যায়ে তিনি দৈনিক আমার সংবাদকে বলেন, বিদায়ী জেলা প্রশাসকের অসমাপ্ত উন্নয়নমূলক কাজগুলো সম্পন্ন করার পাশাপাশি এ জেলার আপামোর জনসাধারণের যৌক্তিক চাহিদা অনুযায়ী যা যা প্রয়োজন সরকারি সীমাবদ্ধতার মধ্যে থেকে সেগুলো পূরণ করার চেষ্টা করবো। সরকারি কাজের বাইরে সময় সুযোগ পাইলে জনস্বার্থেও এলাকার মানুষের সামাজিক উন্নয়নে কাজ করার চেষ্টা করবো।