চুনারুঘাট সীমান্ত দিয়ে ভারত থেকে ফেরার সময় যুবক আটক

- Update Time : ০১:১৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
- / ১৫০ Time View
অবৈধভাবে ভারতে গিয়ে ১১ মাস থেকে দেশে ফেরার সময় রোহান আহমেদ (২৭) নামে এক তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক মেজর এবিএম শাহরিয়ার সুমন এ তথ্য দেন। আটক রোহান বরিশালের উজিরপুর উপজেলায় ভবানীপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। এ ঘটনায় তিন মানবপাচারকারী ও রোহানের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা হয়েছে।
মেজর সুমন জানান, রোহান গত বছরের ১৩ ফেব্রুয়ারি যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন। এরপর দিল্লিতে নানা বিভিন্ন পেশায় কাজ করেছেন। গত বুধবার (১ জানুয়ারি) রাতে চুনারুঘাটের বাল্লা-টেকেরঘাট সীমান্ত দিয়ে মানবপাচারকারীদের সহযোগিতায় দেশে ফিরছিলেন। তখন বিজিবির টহল দল বাংলাদেশের ১০ গজ অভ্যন্তর থেকে কিছু ভারতীয় মুদ্রা দুইটি মোবাইল ফোনসহ তাকে আটক করে। এ ব্যাপারে চুনারুঘাট থানায় মামলা করার পর বৃহস্পতিবার তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে গতকাল বৃহস্পতিবার (২ জানুয়ারি) হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।
তিনি আরও জানান, মামলায় বাংলাদেশি মানবপাচারকারী টেকেরঘাট গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে কালাম মিয়া মৃত জয়নাল মিয়ার ছেলে আব্দুল আলী এবং ভারতীয় মানবপাচারকারী রফিক গাজীকে আসামি করা হয়েছে।