ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
বাকৃবিতে নারী হয়ে নিজের সহপাঠীর অপ্রীতিকর ছবি সিনিয়র ভাইকে পাঠানোর অভিযোগ ‘লগি-বৈঠার তাণ্ডবের বিচার বাংলার মাটিতেই হবে’ তিন বিচারপতিকে শোকজের তথ্য সত্য নয়: সুপ্রিম কোর্ট ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন গণপূর্তে একটি অনিয়ম ঢাকতে আরেকটি অনিয়ম এনা পরিবহনের ১২ লাখ টাকা ডাকাতির ঘটনায় নতুন মোড় মসজিদের খতিব ‘অপহরণে’ পুলিশের তদন্তে যা এলো সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ অবিলম্বে বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করলে কঠোর কর্মসূচীর হুমকি সাংবাদিকদের রায় ছিঁড়ে ক্ষমতার দাপট দেখানো সেই জেলা জজের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে

চুনারুঘাট সীমান্ত দিয়ে ভারত থেকে ফেরার সময় যুবক আটক

চুনারুঘাট,(হবিগঞ্জ),প্রতিনিধি
  • Update Time : ০১:১৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
  • / ২৪৭ Time View

অবৈধভাবে ভারতে গিয়ে ১১ মাস থেকে দেশে ফেরার সময় রোহান আহমেদ (২৭) নামে এক তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক মেজর এবিএম শাহরিয়ার সুমন এ তথ্য দেন। আটক রোহান বরিশালের উজিরপুর উপজেলায় ভবানীপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। এ ঘটনায় তিন মানবপাচারকারী ও রোহানের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা হয়েছে।

মেজর সুমন জানান, রোহান গত বছরের ১৩ ফেব্রুয়ারি যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন। এরপর দিল্লিতে নানা বিভিন্ন পেশায় কাজ করেছেন। গত বুধবার (১ জানুয়ারি) রাতে চুনারুঘাটের বাল্লা-টেকেরঘাট সীমান্ত দিয়ে মানবপাচারকারীদের সহযোগিতায় দেশে ফিরছিলেন। তখন বিজিবির টহল দল বাংলাদেশের ১০ গজ অভ্যন্তর থেকে কিছু ভারতীয় মুদ্রা দুইটি মোবাইল ফোনসহ তাকে আটক করে। এ ব্যাপারে চুনারুঘাট থানায় মামলা করার পর বৃহস্পতিবার তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে গতকাল বৃহস্পতিবার (২ জানুয়ারি) হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

তিনি আরও জানান, মামলায় বাংলাদেশি মানবপাচারকারী টেকেরঘাট গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে কালাম মিয়া মৃত জয়নাল মিয়ার ছেলে আব্দুল আলী এবং ভারতীয় মানবপাচারকারী রফিক গাজীকে আসামি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

চুনারুঘাট সীমান্ত দিয়ে ভারত থেকে ফেরার সময় যুবক আটক

চুনারুঘাট,(হবিগঞ্জ),প্রতিনিধি
Update Time : ০১:১৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫

অবৈধভাবে ভারতে গিয়ে ১১ মাস থেকে দেশে ফেরার সময় রোহান আহমেদ (২৭) নামে এক তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক মেজর এবিএম শাহরিয়ার সুমন এ তথ্য দেন। আটক রোহান বরিশালের উজিরপুর উপজেলায় ভবানীপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। এ ঘটনায় তিন মানবপাচারকারী ও রোহানের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা হয়েছে।

মেজর সুমন জানান, রোহান গত বছরের ১৩ ফেব্রুয়ারি যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন। এরপর দিল্লিতে নানা বিভিন্ন পেশায় কাজ করেছেন। গত বুধবার (১ জানুয়ারি) রাতে চুনারুঘাটের বাল্লা-টেকেরঘাট সীমান্ত দিয়ে মানবপাচারকারীদের সহযোগিতায় দেশে ফিরছিলেন। তখন বিজিবির টহল দল বাংলাদেশের ১০ গজ অভ্যন্তর থেকে কিছু ভারতীয় মুদ্রা দুইটি মোবাইল ফোনসহ তাকে আটক করে। এ ব্যাপারে চুনারুঘাট থানায় মামলা করার পর বৃহস্পতিবার তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে গতকাল বৃহস্পতিবার (২ জানুয়ারি) হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

তিনি আরও জানান, মামলায় বাংলাদেশি মানবপাচারকারী টেকেরঘাট গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে কালাম মিয়া মৃত জয়নাল মিয়ার ছেলে আব্দুল আলী এবং ভারতীয় মানবপাচারকারী রফিক গাজীকে আসামি করা হয়েছে।