ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
সেনাপ্রধানের সাথে তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজ এর সেক্রেটারির সাক্ষাৎ শিক্ষার্থীদের ‘লাথি-ঘুষি মারা’ সেই ওসি বদলি মামলা জট কমানো, ন্যায় বিচার নিশ্চিত ও পরিবেশ সুরক্ষায় এগিয়ে ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত আমেরিকা শুল্ক না কমালে দেশের অর্থনীতিতে প্রভাব প্রভাব পড়বে: বাণিজ্য সচিব  টানা দুই বছর ইসরায়েলে হামলা চালাতে সক্ষম ইরান নির্বাচনের সময়সীমা নিয়ে ইসি এখনো অবগত নয়: সিইসি ‘ব্যাচেলর পয়েন্ট’ এর নির্মাতা ও অভিনেতাসহ ৬ জনকে লিগ্যাল নোটিশ সাপের কামড়ে চিকিৎসার অভাবে বাড়ছে প্রাণহানি; দেশে নেই নিজস্ব অ্যান্টিভেনম উৎপাদন স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি,কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি নজরুল বিশ্ববিদ্যালয়ের একমাত্র চিকিৎসাকেন্দ্রে সেবার সংকট

চিলমারীর রমনাঘাটে চালু হ‌চ্ছে ফে‌রি

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম।
  • Update Time : ০৪:৫০:৪১ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
  • / ৩০১ Time View

দীর্ঘ প্রতিক্ষার পর রমনাঘাট চিলমারী-‌রৌমারী রুটে ফে‌রি চলাচলের মধ‌্য দিয়ে দা‌রিদ‌্যপী‌ড়িত জেলা কু‌ড়িগ্রামে উন্নয়নের এক‌টি নতুন মাত্রা যোগ হ‌চ্ছে।

ইতিম‌ধ্যে ‘কুঞ্জলতা’ নামের এক‌টি ফে‌রি রমনা ঘাটে পৌ‌ঁছছে। গতকাল শুক্রবার সন্ধ‌্যায় আরিচা ঘাট থেকে ফেরিটি চিলমারী নদীবন্দরে সংযুক্ত করা হয়ে‌ছে।

এর আগে সংযোগ সড়ক, পল্টুনসহ সব ধর‌ণের প্রস্তু‌তি সম্পন্ন ক‌রা হয়।ফে‌রি আসার সংবাদে খু‌শি এ অঞ্চ‌লের মানুষজন।

আগাম‌ী ২০ সে‌প্টেম্বর থেকে চিলমারী-‌রৌমারী ‌নৌরুটে ফে‌রি চলাচল শুরু হবে বলে বিষয়‌টি জানিয়েছেন বিআইড‌ব্লিউটিএ’র উপপ‌রিচালক মাহফুজ আলম সজল।

জানা গেছে, রৌমারী-রাজীবপুর উপজেলাবাসীর দুঃখ ব্রহ্মপুত্র নদ। জনপদটির লাখো মানুষকে জেলা শহরে যাতায়াতে নৌকার উপর ভরসা করতে হয়।

বর্ষা মৌসুমে ঝুঁকি বেড়ে যায় নৌপথে। অন্যদিকে শুষ্ক মৌসুমে চরাঞ্চলে আটকে যায় নৌকা। ফলে দূর্ভোগের সীমা থাকে না যাত্রীদের।

এছাড়া বাড়তি ভাড়া আর সিডউল বিপর্যয় তো আছেই। ত‌বে ফে‌রি চলাচল শুরু হ‌লে ‌শেষ হবে দ‌ীর্ঘ‌দিনের ভোগা‌ন্তি। সেই স‌ঙ্গে এ অঞ্চ‌লের মানু‌ষের ভাগ্যের প‌রিবর্তন ঘটতে পারে বলেও মনে করেন অ‌নেকে।

তবে স্থানীয়দের দা‌বি বর্ষা মৌসুমে ফেরি চলাচল করতে পারলেও গ্রীষ্ম মৌসুমে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাছল বিঘ্নিত হওয়ার শঙ্কা করছেন স্থানীয়রা।

এ বিষয়ে বিআইড‌ব্লিউটিএ’র উপপ‌রিচালক মাহফুজ আলম সজল বলেন, আগামী ২০ সে‌প্টেম্বর নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন ফে‌রি‌টি উদ্ধোধন করবেন।

উদ্ধোধনের পর আরো এক‌টি ফে‌রি রৌমারী ঘাটে যুক্ত করা হ‌বে। নিয়‌মিত ফে‌রি দু‌টি ওই রু‌টে চলাচল করবে।

এছাড়াও নাব‌্যতা সংকট দূর কর‌তে চিলমারী ও রৌমারী ঘা‌টে দু‌টি ড্রেজার অবস্থান কর‌বে। ফে‌রি চলাচ‌লে কোথাও বিঘ্নতা ঘটলে ড্রেজার দু‌টি সার্বক্ষ‌নিক কাজ করবে।

Please Share This Post in Your Social Media

চিলমারীর রমনাঘাটে চালু হ‌চ্ছে ফে‌রি

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম।
Update Time : ০৪:৫০:৪১ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩

দীর্ঘ প্রতিক্ষার পর রমনাঘাট চিলমারী-‌রৌমারী রুটে ফে‌রি চলাচলের মধ‌্য দিয়ে দা‌রিদ‌্যপী‌ড়িত জেলা কু‌ড়িগ্রামে উন্নয়নের এক‌টি নতুন মাত্রা যোগ হ‌চ্ছে।

ইতিম‌ধ্যে ‘কুঞ্জলতা’ নামের এক‌টি ফে‌রি রমনা ঘাটে পৌ‌ঁছছে। গতকাল শুক্রবার সন্ধ‌্যায় আরিচা ঘাট থেকে ফেরিটি চিলমারী নদীবন্দরে সংযুক্ত করা হয়ে‌ছে।

এর আগে সংযোগ সড়ক, পল্টুনসহ সব ধর‌ণের প্রস্তু‌তি সম্পন্ন ক‌রা হয়।ফে‌রি আসার সংবাদে খু‌শি এ অঞ্চ‌লের মানুষজন।

আগাম‌ী ২০ সে‌প্টেম্বর থেকে চিলমারী-‌রৌমারী ‌নৌরুটে ফে‌রি চলাচল শুরু হবে বলে বিষয়‌টি জানিয়েছেন বিআইড‌ব্লিউটিএ’র উপপ‌রিচালক মাহফুজ আলম সজল।

জানা গেছে, রৌমারী-রাজীবপুর উপজেলাবাসীর দুঃখ ব্রহ্মপুত্র নদ। জনপদটির লাখো মানুষকে জেলা শহরে যাতায়াতে নৌকার উপর ভরসা করতে হয়।

বর্ষা মৌসুমে ঝুঁকি বেড়ে যায় নৌপথে। অন্যদিকে শুষ্ক মৌসুমে চরাঞ্চলে আটকে যায় নৌকা। ফলে দূর্ভোগের সীমা থাকে না যাত্রীদের।

এছাড়া বাড়তি ভাড়া আর সিডউল বিপর্যয় তো আছেই। ত‌বে ফে‌রি চলাচল শুরু হ‌লে ‌শেষ হবে দ‌ীর্ঘ‌দিনের ভোগা‌ন্তি। সেই স‌ঙ্গে এ অঞ্চ‌লের মানু‌ষের ভাগ্যের প‌রিবর্তন ঘটতে পারে বলেও মনে করেন অ‌নেকে।

তবে স্থানীয়দের দা‌বি বর্ষা মৌসুমে ফেরি চলাচল করতে পারলেও গ্রীষ্ম মৌসুমে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাছল বিঘ্নিত হওয়ার শঙ্কা করছেন স্থানীয়রা।

এ বিষয়ে বিআইড‌ব্লিউটিএ’র উপপ‌রিচালক মাহফুজ আলম সজল বলেন, আগামী ২০ সে‌প্টেম্বর নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন ফে‌রি‌টি উদ্ধোধন করবেন।

উদ্ধোধনের পর আরো এক‌টি ফে‌রি রৌমারী ঘাটে যুক্ত করা হ‌বে। নিয়‌মিত ফে‌রি দু‌টি ওই রু‌টে চলাচল করবে।

এছাড়াও নাব‌্যতা সংকট দূর কর‌তে চিলমারী ও রৌমারী ঘা‌টে দু‌টি ড্রেজার অবস্থান কর‌বে। ফে‌রি চলাচ‌লে কোথাও বিঘ্নতা ঘটলে ড্রেজার দু‌টি সার্বক্ষ‌নিক কাজ করবে।