চায়ের দোকানের আঁড়ালে মদের ব্যবসা, গ্রেফতার ২

- Update Time : ০৩:৫২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
- / ১১৩ Time View
গোয়েন্দা তথ্যর ভিত্তিতে গতকাল বুধবার দুপুরে রাজধানীর মুগদা থানাধীন জিরো পয়েন্ট গলিতে অভিযান চালিয়ে চায়ের দোকানের আঁড়ালে মদের ব্যবসার সাথে জড়িত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৩।
গ্রেফতারকৃত আসামিদের নাম সাগর আহম্মেদ (২৬) এবং তার সহযোগী ইয়াছিন হোসেন শ্রাবণ (১৭)। এসময় তাদের কাছ থেকে ২০ বোতল বিদেশী অবৈধ মদ উদ্ধার করা হয়।
র্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজসে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদক দ্রব্য ক্রয় করে নিজ হেফাজতে রেখে একে অপরের সহযোগীতায় চায়ের দোকানে দীর্ঘ দিন যাবৎ পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছিল।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সাগর আহমেদ জানায়, সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিভিন্ন পরিবহন যোগে দক্ষতার সাথে ঢাকা নিয়ে আসে এবং তার সহযোগী ইয়াসিন দুলাল শিকদারের চায়ের দোকানে অবৈধ বিদেশী মদ হেফাজতে রাখে। যখন কোন ক্রেতা মদ ক্রয় করতে আসে তখন ধৃত সাগর গোপনীয়তার সাথে আসামি শ্রাবণের দোকান থেকে মদ নিয়ে ক্রেতাদের কাছে বিক্রয় করতো বলে জানায়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।