ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
রায় ছিড়ে ফেলার ঘটনায় নিজেকে বাঁচাতে উল্টো ম্যাজিস্ট্রেটকে পুলিশে সোপর্দের হুমকি জজের নির্বাচনের দিনক্ষণ ঠিক না হওয়ায় জনমনে প্রশ্ন উঁকি দিচ্ছে বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেবে: তারেক রহমান ন্যায় প্রতিষ্ঠিত হলে রাষ্ট্র দৃঢ় হয়, ব্যর্থ হলে ভেঙে পড়ে: প্রধান বিচারপতি মৌসুমের সেরা ফুটবলারের তালিকায় মেসি চীনের সঙ্গে কাজে কী ঝুঁকি- বাংলাদেশকে বোঝাবে যুক্তরাষ্ট্র নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান কক্সবাজার বিমানবন্দর হারাল ‘আন্তর্জাতিক’ স্বীকৃতি খতিব নিখোঁজের ঘটনায় টঙ্গীতে ইসকন বিরোধী বিক্ষোভ মাত্র ১৮ লাখ টাকায় ভাঙারির কাছে বিক্রি ‘মিনিস্টার বাড়ি’

চাকরি ও বিনিয়োগের ফাঁদে ফেলার অভিযোগে গ্রেপ্তার ৩

নিজস্ব সংবাদদাতা
  • Update Time : ০৪:০৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • / ২২৩৭ Time View

চাকরি দেওয়ার প্রতিশ্রুতি ও অর্থ বিনিয়োগে কয়েক গুণ বেশি মুনাফা দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা, ঠাকুরগাঁও ও দিনাজপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আকাশ (২২) ও রাশাদ (২৮) এবং তাঁদের সহযোগী আসাদ (৩০)। তাঁরা প্রতারক চক্রের সদস্য বলছে সিআইডি। আকাশ এই চক্রের মূল হোতা বলে জানিয়েছে সিআইডি।

আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা খণ্ডকালীন ভুয়া চাকরি ও বিনিয়োগের লোভ দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে কয়েক লাখ টাকা বিনিয়োগ করলে অল্প সময়ের মধ্যে কয়েক গুণ বেশি মুনাফার আশ্বাস দিতেন তাঁরা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলেছে সিআইডি। এ চক্রের সঙ্গে দেশি-বিদেশি আরও অনেকে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাঁদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহার করা অ্যান্ড্রয়েড ফোন এবং ছদ্মনামে ব্যবহৃত সিম কার্ড জব্দ করা হয়েছে।

গত ২৬ মার্চ এক ব্যক্তি তাঁদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। এরপর সিআইডি ওই প্রতারকদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। প্রতারণায় জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে সিআইডি।

Please Share This Post in Your Social Media

চাকরি ও বিনিয়োগের ফাঁদে ফেলার অভিযোগে গ্রেপ্তার ৩

নিজস্ব সংবাদদাতা
Update Time : ০৪:০৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫

চাকরি দেওয়ার প্রতিশ্রুতি ও অর্থ বিনিয়োগে কয়েক গুণ বেশি মুনাফা দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা, ঠাকুরগাঁও ও দিনাজপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আকাশ (২২) ও রাশাদ (২৮) এবং তাঁদের সহযোগী আসাদ (৩০)। তাঁরা প্রতারক চক্রের সদস্য বলছে সিআইডি। আকাশ এই চক্রের মূল হোতা বলে জানিয়েছে সিআইডি।

আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা খণ্ডকালীন ভুয়া চাকরি ও বিনিয়োগের লোভ দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে কয়েক লাখ টাকা বিনিয়োগ করলে অল্প সময়ের মধ্যে কয়েক গুণ বেশি মুনাফার আশ্বাস দিতেন তাঁরা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলেছে সিআইডি। এ চক্রের সঙ্গে দেশি-বিদেশি আরও অনেকে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাঁদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহার করা অ্যান্ড্রয়েড ফোন এবং ছদ্মনামে ব্যবহৃত সিম কার্ড জব্দ করা হয়েছে।

গত ২৬ মার্চ এক ব্যক্তি তাঁদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। এরপর সিআইডি ওই প্রতারকদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। প্রতারণায় জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে সিআইডি।