চাঁদ দেখা গেছে, শনিবার থেকে সৌদিতে রোজা শুরু
 
																
								
							
                                - Update Time : ১১:০৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
- / ২২১ Time View
সৌদিতে হিজরি ১৪৪৬ সনের রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে শনিবার থেকে দেশটিতে রোজা শুরু হচ্ছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতেও রমজানের চাঁদ দেখা গেছে।
এই প্রথম দেশটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে চাঁদ দেখেছে। সূত্র: গালফ নিউজ।
‘ইনসাইড দ্য হারামাইন’ বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে জানায়, পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতে সূর্য অস্ত গেছে, তবে ওই অঞ্চলে চাঁদ দেখা যায়নি। কিন্তু ওই সময়ও দেশের অন্য পর্যবেক্ষণ কেন্দ্রে অনুসন্ধান অব্যাহত থাকে। এরপর ৫টা ৫৭ মিনিটে তারা চাঁদ দেখতে পাওয়ার খবর দেয়।
এক ফেসবুক পোস্টে ‘ইনসাইড দ্য হারামাইন’ জানায়, সৌদি আরবের আকাশে শুক্রবার রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে ২৯ দিনে শেষ হচ্ছে শাবান মাস। আর রমজানের প্রথম দিন হবে শনিবার।
এ বছর বিশ্বে সবার আগে চাঁদ দেখে রমজান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেয় অস্ট্রেলিয়া। এরপর সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া থেকেও একই ঘোষণা আসে।
 
					 
																			






































































































































































































