ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সিলেটে সংবাদ কর্মীর পুত্রের অভিযোগ

চাঁদাবাজির সংবাদ প্রকাশ করা কি আমার বাবার দোষ’

মো.মুহিবুর রহমান, সিলেট থেকে
  • Update Time : ০২:৪৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • / ৫৬ Time View

সিলেটের জৈন্তাপুর উপজেলার সারী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও চাঁদাবাজির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক নাজমুল ইসলামের হাত কেটে নেওয়ার হুমকি প্রদান করা হয়েছে।

এরই প্রতিবাদে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাস্তায় নামেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। সেখানে প্লেকার্ড উপস্থিত সবার নজর কাড়ে। মাত্র তিন বছরের অবুঝ শিশু বুকে ‘চাঁদাবাজির সংবাদ প্রকাশ করা কি আমার বাবার দোষ’ লেখা একটি প্লেকার্ড নিয়ে প্রতিবাদে অংশ নেয়। শিশুটি সাংবাদিক নাজমুলের পুত্র। নাম হুজাইফা আহমদ সাজিদ।

নাজমুল ইসলাম দৈনিক কালবেলার জৈন্তাপুর প্রতিনিধি। সম্প্রতি সারী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও শ্রমিকদের কাছ থেকে চাঁদাবাজির বিষয়ে সংবাদ প্রকাশ করলে গত শনিবার (২৮ ডিসেম্বর) রাতে তাকে হাত কেটে নেওয়ার হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন সারীঘাট বারকি শ্রমিক সংগঠনের সভাপতি আমির আলী। পরে নাজমুল জৈন্তাপুর থানায় সাধারণ ডায়রি করেন।

হুমকির প্রতিবাদে ও অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার স্থানীয় সাংবাদিকরা কলম বিরতি ও প্রতিবাদ সভা করেন। বিকেলে জৈন্তাপুরের মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের সামনে মুখে কালো কাপড় বেঁধে তারা এ প্রতিবাদে অংশ নেন।

উপজেলার প্রবীন সাংবাদিক ও জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফয়েজ আহমেদের সভাপতিত্বে ও জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজওয়ান করিম সাব্বিরের সঞ্চালনায় স্বাগতিক বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক দৈনিক জালালাবাদ পত্রিকার জৈন্তাপুর প্রতিনিধি গোলাম সারওয়ার বিলাল। কলম বিরতি ও প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম এম রুহেল, সিনিয়র সাংবাদিক ও জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন মোহাম্মদ হানিফ, বাংলা টিভির প্রতিনিধি দুলাল আহমেদ রাজু, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমন, জৈন্তাপুর প্রেসক্লাবের অর্থ সম্পাদক মীর শোয়েব আহমেদ, দৈনিক আজকের সিলেটের প্রতিনিধি ইমাম উদ্দিন। কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সহ-সভাপতি আলমগীর হোসেন, বিএনপি নেতা মাসুক আহমেদ, যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল হক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

সিলেটে সংবাদ কর্মীর পুত্রের অভিযোগ

চাঁদাবাজির সংবাদ প্রকাশ করা কি আমার বাবার দোষ’

মো.মুহিবুর রহমান, সিলেট থেকে
Update Time : ০২:৪৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫

সিলেটের জৈন্তাপুর উপজেলার সারী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও চাঁদাবাজির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক নাজমুল ইসলামের হাত কেটে নেওয়ার হুমকি প্রদান করা হয়েছে।

এরই প্রতিবাদে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাস্তায় নামেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। সেখানে প্লেকার্ড উপস্থিত সবার নজর কাড়ে। মাত্র তিন বছরের অবুঝ শিশু বুকে ‘চাঁদাবাজির সংবাদ প্রকাশ করা কি আমার বাবার দোষ’ লেখা একটি প্লেকার্ড নিয়ে প্রতিবাদে অংশ নেয়। শিশুটি সাংবাদিক নাজমুলের পুত্র। নাম হুজাইফা আহমদ সাজিদ।

নাজমুল ইসলাম দৈনিক কালবেলার জৈন্তাপুর প্রতিনিধি। সম্প্রতি সারী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও শ্রমিকদের কাছ থেকে চাঁদাবাজির বিষয়ে সংবাদ প্রকাশ করলে গত শনিবার (২৮ ডিসেম্বর) রাতে তাকে হাত কেটে নেওয়ার হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন সারীঘাট বারকি শ্রমিক সংগঠনের সভাপতি আমির আলী। পরে নাজমুল জৈন্তাপুর থানায় সাধারণ ডায়রি করেন।

হুমকির প্রতিবাদে ও অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার স্থানীয় সাংবাদিকরা কলম বিরতি ও প্রতিবাদ সভা করেন। বিকেলে জৈন্তাপুরের মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের সামনে মুখে কালো কাপড় বেঁধে তারা এ প্রতিবাদে অংশ নেন।

উপজেলার প্রবীন সাংবাদিক ও জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফয়েজ আহমেদের সভাপতিত্বে ও জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজওয়ান করিম সাব্বিরের সঞ্চালনায় স্বাগতিক বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক দৈনিক জালালাবাদ পত্রিকার জৈন্তাপুর প্রতিনিধি গোলাম সারওয়ার বিলাল। কলম বিরতি ও প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম এম রুহেল, সিনিয়র সাংবাদিক ও জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন মোহাম্মদ হানিফ, বাংলা টিভির প্রতিনিধি দুলাল আহমেদ রাজু, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমন, জৈন্তাপুর প্রেসক্লাবের অর্থ সম্পাদক মীর শোয়েব আহমেদ, দৈনিক আজকের সিলেটের প্রতিনিধি ইমাম উদ্দিন। কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সহ-সভাপতি আলমগীর হোসেন, বিএনপি নেতা মাসুক আহমেদ, যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল হক প্রমুখ।