চাঁদখানা ইউপি উপ-নির্বাচনকে ঘিরে জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত
- Update Time : ০৩:৫০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩
- / ৯১০ Time View
লাতিফুল আজম, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনকে কেন্দ্র করে চাঁদখানা ইউনিয়ন জাতীয় পার্টির আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে রাধারাণী মহিলা ডিগ্রি কলেজ মাঠে ক্ষিতিশ চন্দ্ররায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জাতীয় পার্টির উপজেলা আহবায়ক রশিদুল ইসলাম,উপজেলা জাতীয় পার্টির সদস্যসচিব ও বিশিষ্ট ঠিকাদার রশিদুল ইসলাম রশিদ, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কোষাধ্যক্ষ বাবু অরুন কুমার দে, বড়ভিটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলার রহমান (বিএ),বাহাগিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সূজাউদ্দৌলা লিপটন, কিশোরগঞ্জ ইউনিয়ন পরিষদচেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু,মাগুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু। শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদখানা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও চাঁদখানা ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী শফিকুল ইসলাম শফিক।
প্রধান অতিথি বলেন, উপজেলার ৯ ইউনিয়নের মধ্যে ৭ টি ইউনিয়নে জাতীয় পার্টির প্রার্থী চেয়ারম্যান হয়েছে। তারমধ্যে চাঁদখানাইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান হাফিজার রহমান জাতীয় পার্টির ইউনিয়ন সাধারণ সম্পাদক ছিলেন। তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আজ এ শূন্য আসনে জাতীয় পার্টি আবার বিজয়লাভ করবে আপনাদের ভোটে।
লাঙ্গলের গণজোয়ার উঠেছে চাঁদখানার মাটিতে। চাঁদখানার মানুষ বয়লার শফিকে বেচে নিয়ে মাঠে কাজ করছে। আপনারা সবাই ২৫ মে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে শফিকুল ইসলাম শফিকে জয়যুক্ত করবেন তো? উপস্থিত জনতা লাঙ্গল, লাঙ্গল বলে শ্লোগান দিয়ে বর্ধিত সভাকে মুখরিত করে তোলে। বর্ধিত সভায়অংশ গ্রহনের পূর্বে সংসদ সদস্য শফিকুল ইসলামকে সাথে নিয়ে চাঁদখানা ইউনিয়নের সকল ওয়ার্ডে মোটর সাইকেল শোভাযাত্রায় গণসংযোগ করেন। পরে শফিকুল ইসলাম শফির হাতে লাঙ্গল তুলে দিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়