চবিতে সাংবাদিকদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির চায় ডুজা
- Update Time : ০৪:২৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
- / ১০৮ Time View
জাননাহ, ঢাবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের কর্মীদের কর্তৃক সাংবাদিকের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম আলোর প্রতিনিধি মোশাররফ শাহর ওপর হামলা চালায় ছাত্রলীগের কর্মীরা। এই হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ডুজা।
সোমবার (২৫ সেপ্টেম্বর) ডুজার দপ্তর সম্পাদক মো: জাফর আলী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানান ডুজার সভাপতি আল সাদী ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন মুজাহিদ মাহি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মোশাররফ শাহর ওপর হামলা চালান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি রেজাউল হকের অনুসারীরা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মোশাররফের কানের পর্দা ফেটে গেছে। তাঁর কপালে চারটি সেলাই দিতে হয়েছে।
এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ডুজার বিবৃতিতে বলা হয়, মোশাররফ শাহর ওপর হামলা দেশের সামগ্রিক সাংবাদিকতার অনিরাপদ পরিবেশের উদাহরণ। সাংবাদিকেরা নিজেদের দায়বদ্ধতা ও পেশাগত দায়িত্বের অংশ হিসেবে নিরপেক্ষভাবেই যেকোনো সংবাদ পরিবেশন করে থাকেন। এ ক্ষেত্রে কেউ সংক্ষুব্ধ হলে তার প্রতিবাদ জানানো ও প্রতিকারের নিয়মতান্ত্রিক উপায় আছে। কিন্তু তা বেছে নেওয়ার পরিবর্তে পেশিশক্তি দিয়ে সাংবাদিকতাকে রুখে দেওয়ার চেষ্টা দেশের সংবিধানস্বীকৃত সাংবাদিকতার স্বাধীনতার ধারণার পরিপন্থী।
হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করতে ছাত্রলীগের প্রতি আহ্বান জানানো হয় ডুজার বিবৃতিতে।
এ বিবৃতিতে আরও বলা হয়, এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। দু-একটি ঘটনায় কিছু অপরাধীকে সাময়িক বহিষ্কার করা হলেও অদৃশ্য কারণে সেই বহিষ্কারাদেশ পরে প্রত্যাহারও করা হয়েছে। তাঁরা আশা করেন, মোশাররফের ওপর হামলার ঘটনায় প্রশাসন সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে।
অন্যথায় ডুজা দেশের অন্যান্য ক্যাম্পাসভিত্তিক সাংবাদিকদের সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও এ বিবৃতিতে হুঁশিয়ারি জানানো হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়