চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ দিল বিএনপি
- Update Time : ০৪:৪৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩
- / ১১৬ Time View
সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ কারাবন্দীদের মুক্তির দাবিতে চতুর্থ দফায় আগামী রোববার (১২ নভেম্বর) ও সোমবার (১৩ নভেম্বর) টানা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছে দলটি।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, চলমান আন্দোলনে ও ন্যায্য মূল্যের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে আগামীকাল শুক্রবার সারাদেশে জুমার নামাজের শেষে দোয়া অনুষ্ঠিত হবে। জরুরি কাজে নিয়জিত যানবাহন অবরোধের আওতামুক্ত থাকবে বলে জানান তিনি।
এর আগে ২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড ও নেতাকর্মীদের গ্রেপ্তার এবং সরকারের পদত্যাগের দাবিতে ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি।
হরতালের পর বিএনপি ও সমমনা দলগুলো ৭২ ঘণ্টার অবরোধের ঘোষণা দেয়। এরপর ৩ ও ৪ নভেম্বর বিরতি দিয়ে দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধ দেওয়া হয়। সেই অবরোধ শেষ হলে ৭ নভেম্বর বিরতি দিয়ে ৮ নভেম্বর থেকে আরো ৪৮ ঘণ্টা টানা অবরোধ পালনের ঘোষণা দেয় বিএনপি।
নওরোজ/এসএইচ