ব্রেকিং নিউজঃ
চট্টগ্রামের আনোয়ারা সৈকতে ২০ রোহিঙ্গা আটক

ইকবাল হোসাইন উখিয়া থেকে
- Update Time : ০৩:০৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
- / ১১৪ Time View
চট্টগ্রামের আনোয়ারায় ২০ রোহিঙ্গাকে আটক করেছেন স্থানীয়রা। বুধবার (১ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার পারকি সমুদ্রসৈকতের পরুয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। এর মধ্যে ৮ শিশু, ৬ জন যুবক-বৃদ্ধ এবং ৬ জন নারী রয়েছে।
কোস্টগার্ড নরম্যানস পয়েন্টের ইনচার্জ রাহেদুল ইসলাম বলেন, ‘রোহিঙ্গা আটকের খবর পেয়েছি। তাদেরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘২০ রোহিঙ্গাকে আটক করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা। তাদের থানায় হস্তান্তর করার কথা রয়েছে।’
এর আগে ১৯ ডিসেম্বর (ডিসেম্বর) সকাল ৭টার দিকে ভাসানচর থেকে কক্সবাজার কুতুপালং শরণার্থী শিবিরে যাওয়ার পথে আনোয়ারার পারকি সমুদ্রসৈকত এলাকা থেকে ২৫ রোহিঙ্গাকে আটক করে কোস্টগার্ডের হাতে তুল দেন স্থানীয়রা।