চকরিয়ার ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ে উচ্চশিক্ষা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা

- Update Time : ০৭:৫৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
- / ৪১১ Time View
চকরিয়া উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান “ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়”-এ সম্পন্ন হয়েছে উচ্চশিক্ষা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা— *“Road to Higher Study”*।
এ আয়োজনটি করেছে *ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চকরিয়ার শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাবির চকোরী’।
কর্মশালায় বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ঢাবির চকোরীর সদস্যরা প্রত্যন্ত এলাকার মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনের স্বপ্ন দেখাতে ও প্রস্তুতির সঠিক দিকনির্দেশনা দিতে এই কর্মশালা পরিচালনা করেন।
বক্তারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, প্রস্তুতির কৌশল, সময় ব্যবস্থাপনা, অধ্যবসায় ও আত্মবিশ্বাস—এই সব বিষয়ে আলোকপাত করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা তাদের নিজ নিজ সংগ্রাম ও অভিজ্ঞতা তুলে ধরে শিক্ষার্থীদের মাঝে বাস্তবধর্মী অনুপ্রেরণা জাগিয়ে তোলেন।
কর্মশালায় শিক্ষার্থীরা প্রশ্নোত্তর পর্বে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং তাদের দ্বিধা-সংকোচ দূর করার সুযোগ পায়। আয়োজনে একটি কুইজ সেশনও ছিল, যেখানে বিজয়ী পাঁচজন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
এই আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনকে লক্ষ্যভিত্তিক করে তুলবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বিদ্যালয় কর্তৃপক্ষ।