ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ব্রাহ্মণবাড়িয়ায় ভাগ্নে-ভাগ্নিকে গলা কেটে হত্যার দায়ে মামার মৃত্যুদন্ড থমথমে রংপুর: কোটাবিরোধী শিক্ষার্থীদের দখলে রাজপথ ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ মুক্ত ঘোষণা সিলেট শাবি’র হলে হলে আন্দোলকারীদের তল্লাশী, অস্ত্র উদ্ধার,ক্যাম্পাস না ছাড়ার ঘোষণা মোটরসাইকেল নিয়ে দ্বন্দ্বে ঘরে ঢুকে যুবককে গুলি করে হত্যা, গ্রেপ্তার ২ কোটাবিরোধী আন্দোলন: নোয়াখালীতে যুবদল-ছাত্রদলের ৫ নেতা গ্রেপ্তার ইসলামী বিশ্ববিদ্যালয় আবাসিক হল বন্ধ ঘোষণা, হল ছাড়তে নারাজ শিক্ষার্থীরা পুলিশের ওপর হামলা ও আগুন লাগার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে – আর‌পিএম‌পি ক‌মিশনার কোটা সংস্কার আন্দোলনে নিহত বেরোবি শিক্ষার্থী আবু সাঈদের দাফন সম্পন্ন আমার ভাই মরলো কেন! প্রশাসন জবাব চাই’ শ্লোগানে উত্তাল গাইবান্ধা

ঘোড়াঘাটে লভ্যাংশ দেওয়ার প্রলোভনে ৩ কোটি টাকা আত্মসাৎ,পুলিশের জালে প্রতারক

Reporter Name
  • Update Time : ০৬:৩৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩
  • / ১৩৯ Time View

ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদ এবং বিকাশে অর্থ বিনিয়োগের মাধ্যমে প্রতিমাসে মোটা অঙ্কের লভ্যাংশ প্রদানের প্রলোভন দেখিয়ে বেশ কয়েকজন যুবক এবং প্রভাবশালী ব্যাক্তিদের কাছে থেকে প্রায় ৩ কোটি টাকা সংগ্রহ করে সুমন চৌধুরী নামে এক যুবক। কথা অনুযায়ী বিনিয়োগকারীরা বেশ কয়েক মাস নিজেদের টাকার উপর লভ্যাংশও পেয়েছেন।

এভাবে চলার কয়েকমাস পর হঠাৎ আত্মগোপনে চলে যায় প্রতারক যুবক সুমন চৌধুরী। লভ্যাংশ পাওয়া বন্ধ হয়ে যায় বিনিয়োগকারীদের। তারা দৌঁড়ঝাপ শুরু করে প্রতারকের কাছে জমা থাকা মূল টাকা উত্তোলনের জন্য। এ নিয়ে স্থানীয়ভাবে বিচার-শালিস হয়েছে একাধিকবার। তবে প্রতারক সুমন চৌধুরী প্রথম অবস্থায় নিজ এলাকায় আত্মগোপনে থাকলেও, অবস্থা বেগতিক দেখে এক পর্যায়ে নিজের ব্যবহারিত মুঠোফোনের নাম্বার পরিবর্তন করে পুরোপুরি আত্মগোপনে চলে যায়।

এ নিয়ে প্রতারণার শিকার ঘোড়াঘাট পৌর এলাকার নয়াপাড়া গ্রামের গোলাম মোস্তফা নামে এক ব্যক্তি ৪০ লাখ টাকা আত্মসাৎ এর একটি মামলা করে। একই ভাবে কুড়িগ্রাম জেলার এক এক বিকাশ কর্মী ১৬ লাখ টাকা আত্মসাৎ এর অভিযোগে পৃথক আরো একটি মামলা করে। এনআই অ্যাক্টের এই দুটি মামলাতে প্রতারক সুমন চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে আদালত।

অবশেষে মঙ্গলবার (১৬ মে) রাতে গাজীপুর জেলা থেকে প্রতারক সুমন চৌধুরীকে গ্রেপ্তার করেছে দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ। গ্রেপ্তার সুমন চৌধুরী ঘোড়াঘাট পৌর এলাকার বলদিয়াপাড়া গ্রামের মৃত হাফিজার রহমান ভোলার ছেলে।

তথ্য প্রযুক্তির সহযোগীতায় প্রতারক সুমনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, ‘এই দুটি মামলার বাহিরেও স্থানীয় আরো বেশ কয়েকজন ব্যাক্তি মৌখিক ও লিখিতভাবে আমাদের কাছে অভিযোগ দিয়েছিলো। অভিযোগকারীদের তথ্য অনুযায়ী প্রতারক সুমন তাদের কাছে থেকে প্রায় ৩ কোটি টাকা আত্মসাৎ করেছে। আসামীকে বুধবার সকালে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

Please Share This Post in Your Social Media

ঘোড়াঘাটে লভ্যাংশ দেওয়ার প্রলোভনে ৩ কোটি টাকা আত্মসাৎ,পুলিশের জালে প্রতারক

Reporter Name
Update Time : ০৬:৩৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩

ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদ এবং বিকাশে অর্থ বিনিয়োগের মাধ্যমে প্রতিমাসে মোটা অঙ্কের লভ্যাংশ প্রদানের প্রলোভন দেখিয়ে বেশ কয়েকজন যুবক এবং প্রভাবশালী ব্যাক্তিদের কাছে থেকে প্রায় ৩ কোটি টাকা সংগ্রহ করে সুমন চৌধুরী নামে এক যুবক। কথা অনুযায়ী বিনিয়োগকারীরা বেশ কয়েক মাস নিজেদের টাকার উপর লভ্যাংশও পেয়েছেন।

এভাবে চলার কয়েকমাস পর হঠাৎ আত্মগোপনে চলে যায় প্রতারক যুবক সুমন চৌধুরী। লভ্যাংশ পাওয়া বন্ধ হয়ে যায় বিনিয়োগকারীদের। তারা দৌঁড়ঝাপ শুরু করে প্রতারকের কাছে জমা থাকা মূল টাকা উত্তোলনের জন্য। এ নিয়ে স্থানীয়ভাবে বিচার-শালিস হয়েছে একাধিকবার। তবে প্রতারক সুমন চৌধুরী প্রথম অবস্থায় নিজ এলাকায় আত্মগোপনে থাকলেও, অবস্থা বেগতিক দেখে এক পর্যায়ে নিজের ব্যবহারিত মুঠোফোনের নাম্বার পরিবর্তন করে পুরোপুরি আত্মগোপনে চলে যায়।

এ নিয়ে প্রতারণার শিকার ঘোড়াঘাট পৌর এলাকার নয়াপাড়া গ্রামের গোলাম মোস্তফা নামে এক ব্যক্তি ৪০ লাখ টাকা আত্মসাৎ এর একটি মামলা করে। একই ভাবে কুড়িগ্রাম জেলার এক এক বিকাশ কর্মী ১৬ লাখ টাকা আত্মসাৎ এর অভিযোগে পৃথক আরো একটি মামলা করে। এনআই অ্যাক্টের এই দুটি মামলাতে প্রতারক সুমন চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে আদালত।

অবশেষে মঙ্গলবার (১৬ মে) রাতে গাজীপুর জেলা থেকে প্রতারক সুমন চৌধুরীকে গ্রেপ্তার করেছে দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ। গ্রেপ্তার সুমন চৌধুরী ঘোড়াঘাট পৌর এলাকার বলদিয়াপাড়া গ্রামের মৃত হাফিজার রহমান ভোলার ছেলে।

তথ্য প্রযুক্তির সহযোগীতায় প্রতারক সুমনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, ‘এই দুটি মামলার বাহিরেও স্থানীয় আরো বেশ কয়েকজন ব্যাক্তি মৌখিক ও লিখিতভাবে আমাদের কাছে অভিযোগ দিয়েছিলো। অভিযোগকারীদের তথ্য অনুযায়ী প্রতারক সুমন তাদের কাছে থেকে প্রায় ৩ কোটি টাকা আত্মসাৎ করেছে। আসামীকে বুধবার সকালে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।’