৩ জুন থেকে বেরোবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ

- Update Time : ০৪:৫৮:১১ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
- / ২৯৪ Time View
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর আগামী ৩ জুন ২০২৫ থেকে ১৪ জুন ২০২৫ পর্যন্ত গ্রীষ্মকালীন অবকাশ ও পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বন্ধ থাকবে। এই সময়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
রোববার (১ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাস বন্ধকালীন সময়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে যে, বন্ধকালীন সময়ে কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড সঙ্গে রাখতে হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।