গ্রাম পুলিশ বাহিনীকে আরোও গতিশীল হতে হবে – ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক
- Update Time : ০৭:১২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
- / ৪৬ Time View
জেলা প্রশাসক মোঃ দিদারুল আলম বলেছেন, প্রশিক্ষনের জ্ঞানকে কাজে লাগিয়ে ভবিষ্যতে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীকে আরোও এগিয়ে যাবে।
তিনি বলেন, গ্রাম আদালতকে আরো গতিশীল করার জন্য সরকার যথেষ্ট চেষ্টা করছে। আমাদের গ্রামগঞ্জে বেশিভাগ মামলা হচ্ছে জমিজমা নিয়ে।
জমি জমার ছোট খাটো বিষয় নিয়ে আদালতে না গিয়ে যদি গ্রাম আদালতেই এর সমাধান করা যায় তবে এত ভোগান্তির শিকার হতে হয়না।
মঙ্গলবার সদর উপজেলা পরিষদ হলরুমে জাতীয় স্থানীয় সরকার ইনষ্টিটিউট (এনআইএলজি) আয়োজিত এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগনের মাস ব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, আমরা মনে করি গ্রামের শান্তি শৃংখলা রক্ষায় গ্রামপুলিশ বাহিনী অগ্রণী ভ‚মিকা পালন করবে।
অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন জাতীয় স্থানীয় সরকার ইনষ্টিটিউট এর মহাপরিচাল মোঃ আব্দুল কাইয়ূম।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার সিফতা মোঃ ইশতিয়াক ভূঁইয়া,কৃষি বিষয়ক কর্মকর্তা শাহানা বেগম।
প্রশিক্ষনকারীদের মধ্যে বক্তব্যে রাখেন দফদার সুজন সরকার ও মনিকা রানী। সদর উপজেলা সমাজ সেবা অফিসার নুরুল মাহমুদ ভুইয়ার সঞ্চালনায় এসময় সদর উপজেলার যুব উন্নয়ন বিষয়ক কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব), বিভন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়