গোবিন্দগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবসে র্যালী ও আলোচনা সভা
- Update Time : ০৫:৩০:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩
- / ১৫৪ Time View
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ বঙ্গবন্ধুর স্বপ্ন পুরুণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উম্মোচন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রামের হত দরিদ্র অসহায় মানুষকে সরকারী ভাবে আইনি সহায়তা দিতে জনসচেতনতা সৃষ্টির লক্ষে সারা দেশের ন্যায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ১০ টায় গোবিন্দগঞ্জ আদালত প্রাঙ্গন থেকে একটি র্যালী বের হয়ে পৌরসভার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান গোবিন্দগঞ্জ চৌকি আদালতের সিনিয়র সহকারী জজ মামুনুর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নাজমুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান, উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন, থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন, আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এ্যাড.ভবেশ চন্দ্র।
অনুষ্ঠান পরিচালনা করেন এপিপি এ্যাড.মিজানুর রহমান। এতে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আব্দুল্লাহ বিন শফিক, আইনজীবি সমিতির সভাপতি এ্যাড.নুরুল ইসলাম চৌধুরী, সিনিয়র আইনজীবি এ্যাড.আলাল উদ্দিন, মহামূল্য হাইকোর্টের এ্যাড. একরামুল হক লাভলু, মহামান্য হাইকোর্টের এ্যাড, নূরে আলম শিবলু এ্যাড,কাজী মুন্না এ্যাড,রণন এ্যাড,পারভিন এ্যাড,রিক্তা আক্তার ফেন্সি এ্যাড, শাহিন মন্ডল সিনিয়র এ্যাড,শহিদুল ইসলাম সিনিয়র এ্যাড,আনিছুর রহমান চাঁন মিয়া সিনিয়র এ্যাড, কাদের এ্যাড,মোস্তাকিন এ্যাড, বিপুল মিয়া এ্যাড,মাহাফুজার রহমান (সাগর) সহ সকল আইনজীবি, সহকারী আইনজীবি সমিতির সভাপতি রুস্তম আলী, সাধারণ সম্পাদক মাফিজল হক ঝুন্টসহ সকল মহুরীগণ ও বিভিন্ন পেশাজীবি শ্রেনীর মানুষ এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।