ব্রেকিং নিউজঃ
গোবিন্দগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name
- Update Time : ০৩:২৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩
- / ২৬৭ Time View
মোঃ আঃ খালেক মন্ডল, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে হেলেনা খাতুন (১৫) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে পৌর সভার চাষকপাড়ার হেলাল উদ্দীনের কন্যা।
শুক্রবার (২৮ এপ্রিল) সকালে পৌর এলাকার ববনপুর শ্মশানঘাট এলাকা থেকে পুলিশ লাশটি উদ্ধার করেছে।
স্থানীয় ও পরিবারের লোকজন জানায়, হেলেনা কিছুটা মানসিক রোগের কারণে মাঝে মধ্যেই বাড়ি থেকে বেড়িয়ে যেতো। এরই এক পর্যায়ে গত বৃহস্পতিবার বিকেল থেকেই হেলেনা বাড়ি থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।
শুক্রবার সকালে প্রতিবেশীর কাছে থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মা-বাবা একটি গাছের সাথে ওড়নার সাহায্যে ঝুলন্ত লাশটি শনাক্ত করে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন জানান, লাশটি উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।