ব্রেকিং নিউজঃ
গুলিস্তানে মিছিলের প্রস্তুতিকালে আ. লীগের ১১ নেতাকর্মী আটক

রাজনীতি ডেস্ক
- Update Time : ০৭:৩৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
- / ২৮ Time View
রাজধানীর গুলিস্তান থেকে যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
রবিবার (১৮ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ কর্মকর্তা জানান, তারা আওয়ামী লীগের নামে স্লোগান দিয়ে মিছিল করছিলো ৷ এসময় অভিযান চালিয়ে ১১ জনকে আটক করা হয়। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর থেকে দলটি রাজধানীতে কিছু ঝটিকা মিছিল করলেও ঘুরে দাঁড়াতে পারেনি। এর মধ্যেই গত ১০ মে ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগের যাবতীয় কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। সন্ত্রাসবিরোধী আইনে এই নিষেধাজ্ঞার ফলে এখন আওয়ামী লীগের নামে কোনো কর্মকাণ্ড চালানো আইনত অপরাধ।