ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ব্রাহ্মণবাড়িয়ায় ভাগ্নে-ভাগ্নিকে গলা কেটে হত্যার দায়ে মামার মৃত্যুদন্ড থমথমে রংপুর: কোটাবিরোধী শিক্ষার্থীদের দখলে রাজপথ ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ মুক্ত ঘোষণা সিলেট শাবি’র হলে হলে আন্দোলকারীদের তল্লাশী, অস্ত্র উদ্ধার,ক্যাম্পাস না ছাড়ার ঘোষণা মোটরসাইকেল নিয়ে দ্বন্দ্বে ঘরে ঢুকে যুবককে গুলি করে হত্যা, গ্রেপ্তার ২ কোটাবিরোধী আন্দোলন: নোয়াখালীতে যুবদল-ছাত্রদলের ৫ নেতা গ্রেপ্তার ইসলামী বিশ্ববিদ্যালয় আবাসিক হল বন্ধ ঘোষণা, হল ছাড়তে নারাজ শিক্ষার্থীরা পুলিশের ওপর হামলা ও আগুন লাগার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে – আর‌পিএম‌পি ক‌মিশনার কোটা সংস্কার আন্দোলনে নিহত বেরোবি শিক্ষার্থী আবু সাঈদের দাফন সম্পন্ন আমার ভাই মরলো কেন! প্রশাসন জবাব চাই’ শ্লোগানে উত্তাল গাইবান্ধা

গায়ক নোবেলের ‘অসংলগ্ন’ আচরণ নিয়ে মুখ খুললেন স্ত্রী

Reporter Name
  • Update Time : ০১:১২:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩
  • / ২৫০ Time View

কুড়িগ্রামের ফুলবাড়ি ডিগ্রি কলেজের সূর্বণজয়ন্তী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার সময় ‘অসংলগ্ন’ আচরণ করেন কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। এতে ক্ষুব্ধ হয়ে দর্শকরা তার দিকে পানির বোতল ও জুতা ছুড়েন। গত ২৭ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর তুমুল সমালোচনার মুখে পড়েন নোবেল। নেটদুনিয়ায় চলছে জোর চর্চা। বিষয়টি নিয়ে নীরব ছিলেন নোবেলের স্ত্রী সালসাবিল মাহমুদ। শনিবার (২৯ এপ্রিল) এ নিয়ে মুখ খুলেছেন তিনি।

ফেসবুক স্ট্যাটাসে সালসাবিল মাহমুদ বলেন— ‘সমস্যাটা যদি শারীরিক হতো হয়তো বা মানুষ কমেন্টে দোয়ার মাহফিল বসাতো। কিন্তু সমস্যাটা মানসিক তাও আবার মাদক ঘটিত। যেরকম মানুষ নোবেল কোনো দিনই প্রথম থেকে ছিল না। এটা আমার নিজেরই দীর্ঘদিনের দেখা। শো’তে যাবার সময় গাড়ি দাঁড় করিয়ে নোবেলের নামাজ পড়া, সা রে গা মা পা চলাকালীন পুরো শুটিং ইউনিটকে বসিয়ে রেখে নামাজ পড়া আর সবার সাথে তার অমায়িক ব্যবহার। আর সেই মানুষটা এখন নিজের কার্যকলাপে নিজেই নিজেকে চিনতে পারে না। নিজের নিরহংকার রূপকে ঢেকে পরিবার ও ভক্তবৃন্দদের কাছে নিজের অস্বাভাবিক রূপ প্রকাশের দীর্ঘ প্রচেষ্টা।’

সোশ‌্যাল মিডিয়ার সূত্রে নোবেল-সালসাবিলের পরিচয়। পরবর্তীতে তা রূপ নেয় প্রেমের সম্পর্কে। আড়াই মাস সম্পর্কে থাকার পর ২০১৯ সালের ১৫ নভেম্বর বিয়ে করেন তারা। অনেক দিন ধরে নোবেল-সালসাবিলের দাম্পত‌্য জীবনে টানাপড়েন চলছে। বিয়েবিচ্ছেদের নোটিশও পাঠিয়েছিলেন সালসাবিল। শোনা যায়, এখনো বিচ্ছেদ হয়নি। তবে খুব শিগগির আনুষ্ঠানিকভাবে আলাদা হয়ে যাবেন তারা।

এর আগে সালসাবিল মাহমুদ জানিয়েছিলেন, ‘আমরা বিবাহিত কিন্তু একসঙ্গে থাকি না। মাদক সেবন, নারীঘটিত কারণেই মূলত নোবেলের সঙ্গে থাকি না। একের পর এক এরকম ঘটনা হলে একজন মানুষের সঙ্গে থাকা যায় না। মাদক বা নারীর প্রতি নোবেলের আসক্তি যে পর্যায়ে গেছে তা এখন আর কারো অজানা নয়। সবকিছু সবার সামনেই ঘটছে।’

Please Share This Post in Your Social Media

গায়ক নোবেলের ‘অসংলগ্ন’ আচরণ নিয়ে মুখ খুললেন স্ত্রী

Reporter Name
Update Time : ০১:১২:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩

কুড়িগ্রামের ফুলবাড়ি ডিগ্রি কলেজের সূর্বণজয়ন্তী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার সময় ‘অসংলগ্ন’ আচরণ করেন কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। এতে ক্ষুব্ধ হয়ে দর্শকরা তার দিকে পানির বোতল ও জুতা ছুড়েন। গত ২৭ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর তুমুল সমালোচনার মুখে পড়েন নোবেল। নেটদুনিয়ায় চলছে জোর চর্চা। বিষয়টি নিয়ে নীরব ছিলেন নোবেলের স্ত্রী সালসাবিল মাহমুদ। শনিবার (২৯ এপ্রিল) এ নিয়ে মুখ খুলেছেন তিনি।

ফেসবুক স্ট্যাটাসে সালসাবিল মাহমুদ বলেন— ‘সমস্যাটা যদি শারীরিক হতো হয়তো বা মানুষ কমেন্টে দোয়ার মাহফিল বসাতো। কিন্তু সমস্যাটা মানসিক তাও আবার মাদক ঘটিত। যেরকম মানুষ নোবেল কোনো দিনই প্রথম থেকে ছিল না। এটা আমার নিজেরই দীর্ঘদিনের দেখা। শো’তে যাবার সময় গাড়ি দাঁড় করিয়ে নোবেলের নামাজ পড়া, সা রে গা মা পা চলাকালীন পুরো শুটিং ইউনিটকে বসিয়ে রেখে নামাজ পড়া আর সবার সাথে তার অমায়িক ব্যবহার। আর সেই মানুষটা এখন নিজের কার্যকলাপে নিজেই নিজেকে চিনতে পারে না। নিজের নিরহংকার রূপকে ঢেকে পরিবার ও ভক্তবৃন্দদের কাছে নিজের অস্বাভাবিক রূপ প্রকাশের দীর্ঘ প্রচেষ্টা।’

সোশ‌্যাল মিডিয়ার সূত্রে নোবেল-সালসাবিলের পরিচয়। পরবর্তীতে তা রূপ নেয় প্রেমের সম্পর্কে। আড়াই মাস সম্পর্কে থাকার পর ২০১৯ সালের ১৫ নভেম্বর বিয়ে করেন তারা। অনেক দিন ধরে নোবেল-সালসাবিলের দাম্পত‌্য জীবনে টানাপড়েন চলছে। বিয়েবিচ্ছেদের নোটিশও পাঠিয়েছিলেন সালসাবিল। শোনা যায়, এখনো বিচ্ছেদ হয়নি। তবে খুব শিগগির আনুষ্ঠানিকভাবে আলাদা হয়ে যাবেন তারা।

এর আগে সালসাবিল মাহমুদ জানিয়েছিলেন, ‘আমরা বিবাহিত কিন্তু একসঙ্গে থাকি না। মাদক সেবন, নারীঘটিত কারণেই মূলত নোবেলের সঙ্গে থাকি না। একের পর এক এরকম ঘটনা হলে একজন মানুষের সঙ্গে থাকা যায় না। মাদক বা নারীর প্রতি নোবেলের আসক্তি যে পর্যায়ে গেছে তা এখন আর কারো অজানা নয়। সবকিছু সবার সামনেই ঘটছে।’