ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
যুক্তরাষ্ট্রে ব্যাপক ধরপাকড়, দু’দিনেই গ্রেফতার কয়েকশ অবৈধ অভিবাসী অবহেলায় প্রসূতি-নবজাতকের মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ভাঙচুর ঈশ্বরদীতে সমন্বয়কের ওপর ছাত্রলীগ নেতাকর্মীদের হামলা প্রত্যেক খুনের বিচার হতে হবে: জামায়াত আমির রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘুরতে গিয়ে কলেজছাত্র নিহত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামীর মৃত্যু, অত:পর হার্ট অ্যাটাকে স্ত্রীর মৃত্যু ২৬ জানুয়ারি গুলশান ২ এলাকা এড়িয়ে চলার অনুরোধ হাজারীবাগের বেড়িবাঁধে গুলি করে জুয়েলারি ব্যবসায়ীর ব্যাগ ছিনতাই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত যানজট কমাতে গুরুত্বপূর্ণ কিছু মোড়ের সড়কের এক পাশে গাড়ি চলাচল বন্ধ

গাজীপুর সিটি নির্বাচনে লড়বেন ৩২৪ জন প্রার্থী

Reporter Name
  • Update Time : ১০:০৪:০৪ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩
  • / ১৫৭ Time View

গাজীপুর সিটি করপোরেশনের নগর ভবন

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে তিনটি পদে মোট ৩২৪ জন প্রার্থী লড়াই করবেন। আজ সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন মেয়র পদে একজন ও কাউন্সিলর পদে ৩৬ জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

সবশেষ মেয়র পদে ৮ জন, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৭৭ জন ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামীকাল তাদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। তারপর তারা আনুষ্ঠানিক প্রচার শুরু করতে পারবেন। আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, নির্বাচনে মেয়র পদে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তাদের মধ্যে তিনজনের মনোনয়ন বাতিল হয়, একজন প্রত্যাহার করে নেন। অপরদিকে সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৮৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। নির্বাচন কমিশন ১৭ জনের প্রার্থিতা বাতিল করলেও আপিলে তিনজন প্রার্থিতা ফিরে পান। প্রত্যাহারের শেষ দিন আজ ৩৬ জন তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন। সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৮২ জন মনোনয়নপত্র দাখিল করেন। তাদের মধ্যে মধ্যে ছয়জনের মনোনয়নপত্র বাতিল হয়েছিল, পরে আপিলে একজন প্রার্থিতা ফিরে পান।
গাজীপুর সিটি করপোরেশনে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯২ হাজার ৭৬২জন, নারী ভোটার ৫ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার আছে ১৮ জন। সিটি করপোরেশনে মোট ওয়ার্ড ৫৭টি।

Please Share This Post in Your Social Media

গাজীপুর সিটি নির্বাচনে লড়বেন ৩২৪ জন প্রার্থী

Reporter Name
Update Time : ১০:০৪:০৪ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে তিনটি পদে মোট ৩২৪ জন প্রার্থী লড়াই করবেন। আজ সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন মেয়র পদে একজন ও কাউন্সিলর পদে ৩৬ জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

সবশেষ মেয়র পদে ৮ জন, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৭৭ জন ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামীকাল তাদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। তারপর তারা আনুষ্ঠানিক প্রচার শুরু করতে পারবেন। আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, নির্বাচনে মেয়র পদে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তাদের মধ্যে তিনজনের মনোনয়ন বাতিল হয়, একজন প্রত্যাহার করে নেন। অপরদিকে সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৮৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। নির্বাচন কমিশন ১৭ জনের প্রার্থিতা বাতিল করলেও আপিলে তিনজন প্রার্থিতা ফিরে পান। প্রত্যাহারের শেষ দিন আজ ৩৬ জন তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন। সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৮২ জন মনোনয়নপত্র দাখিল করেন। তাদের মধ্যে মধ্যে ছয়জনের মনোনয়নপত্র বাতিল হয়েছিল, পরে আপিলে একজন প্রার্থিতা ফিরে পান।
গাজীপুর সিটি করপোরেশনে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯২ হাজার ৭৬২জন, নারী ভোটার ৫ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার আছে ১৮ জন। সিটি করপোরেশনে মোট ওয়ার্ড ৫৭টি।