কামরুল আহসান সরকার রাসেল
‘গাজীপুর সিটিকে একটি স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলবো’
- Update Time : ১০:৫৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
- / ৩০৭ Time View
জাহাঙ্গীর আকন্দ : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে মরিয়া হয়ে লবিং চালাচ্ছেন অন্তত অর্ধডজন দলীয় নেতা। তবে কে মনোনয়ন পাচ্ছেন সেটা এখনই বলা যাচ্ছে না। দলীয় সূত্রে জানা যায় আসন্ন নির্বাচনে প্রার্থী মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে বড় একটি চমক থাকতে পারে। এই চমক দেখার জন্য নগরবাসী আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে তাকিয়ে আছেন। মাঠ পর্যায়ের নেতাকর্মীরা বলছেন, দল যার হাতেই নৌকা প্রতীক তুলে দেবে, তাকেই বিজয়ী করতে কাজ করবেন তাঁরা।
গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল বলেন, ‘গাজীপুর সিটিকে একটি ‘স্মার্ট সিটি’ হিসেবে গড়ে তুলবো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা আগামী ২০৪১ সালে বাংলাদেশ হবে উন্নত দেশ। গাজীপুরকে উন্নত সিটি গড়ার লক্ষ্যে অসততা ও নিষ্ঠার সাথে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করবো।’
তিনি বলেন, ‘দীর্ঘদিন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক হিসেবে করে মাননীয় প্রধানমন্ত্রী আজকে শক্তিশালী করে সু-সংগঠিত দায়িত্ব পালন আসছি। আমি গাজীপুর সিটি প্রতিটি ওয়ার্ড ঘুরে দেখেছি।
মহামারি করোনায় জাতির ক্লান্তিকালীন সময় অসহায় মানুষের পাশে থাকা থেকে শুরু করে সকল দুর্যোগে নিজেকে বিলিয়ে দিয়েছি। প্রতি রমজান মাসে প্রতিদিন ১০০০ অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার দিয়ে থাকি। বছরজুড়েই আমি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান শহর সামাজিক উন্নয়ন কর্মকান্ড সব সময় আর্থিক সহযোগিতা দেওয়ার মাধ্যমে নিবেদিত রেখেছি। প্রতিটি ওয়ার্ডের বিভিন্ন সমস্যা চিহ্নিত করেছি। সেসব সমস্যা সমাধানে পরিকল্পনাও গ্রহণ করেছি।’
রাসেল বলেন, ‘গাজীপুর সিটি করপোরেশন এলাকায় উন্নয়ন এবং পরিচালনা করার জন্য একজন দক্ষ নগর পিতার প্রয়োজন। এই অভিজ্ঞতা, দক্ষতা আমার রয়েছে যার কারণে দল আমাকে মনোনয়ন দেবে বলে আশা করছি। তবে আমি নগর পিতা হিসেবে নয়, নগরবাসীর সেবক হিসেবেই কাজ করবো বলো অঙ্গীকার করছি। যদি বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা আমাকে গাজীপুর সিটি কর্পোরেশনে নৌকার মনোনয়ন দেন তাহলে সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবো।
বাংলাদেশ আওয়ামীলীগের তৃর্ণমূল নেতাকর্মীরা মাননীয় প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে আছেন গাজীপুরে একজন সৎ, তরুণ যোগ্যপ্রার্থীকে নৌকার মনোনয়ন দিবেন। দল যদি মনে করে আমাকে মনোনয়ন দিলে ভালো হবে, তাহলে আমাকে দেবে। তবে প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দেবেন, আমি সেই সিদ্ধান্ত মেনে নেবো।’
গাজীপুর সিটি কর্পোরেশনের সাধারণ মানুষ ও ভোটারদের সাথে কথা বলে জানা যায়, সিটি নির্বাচনে একজন সৎ, দক্ষ ও জনদরদি মেয়র চান তাঁরা, যিনি গাজীপুর শহরকে পরিকল্পিতভাবে গড়ে তুলবেন, দুর্নীতিমুক্ত থাকবেন। চলমান উন্নয়ন সঠিকভাবে বাস্তবায়ন করবে এবং নাগরিকদের সেবা অব্যাহত রাখতে পারবেন।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৫ মে। নির্বাচনের মনোনয়ন ফরম দাখিলের শেষ সময় ২৭ এপ্রিল। মনোনয়ন ফরম বাছাই ৩০ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৮ মে। নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৯ মে এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৫ মে।
জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যানুযায়ী, গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৮৪ হাজার ৩৬৩। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯৪ হাজার ৫৩৩, নারী ভোটার ৫ লাখ ৮৯ হাজার ৮১২ ও হিজড়া ভোটার ১৮ জন।